অনুসন্ধান নিউজ :: নিউইয়র্কের সংযুক্ত অর্থনীতিতে সমৃদ্ধ স্টেইট কানেক্টিকাট, প্রবাসী বাংলাদেশীদের একমাত্র সংগঠন বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেক্টিকাট (BAAC) এর ২০২১-২০২৩ সালের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ২৩ অক্টোবর কানেক্টিকাট ব্রীজপোর্টের ১১৮১ ফেয়ার ফিল্ডের বেসিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অভিষেক অনুষ্ঠানে শপত গ্রহন করবেন নব-নিবার্চিত কমিটির সভাপতি নরুল আলম নুরু,সহ-সভাপতি তারেক আম্বিয়া, সহ-সভাপতি এমডি হাসেম,সাধারন সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধরী,সহ-সাধারন সম্পাদক হাবিবুর রহমান,অর্থ সম্পাদক মোহাম্মদ রহমান রাজু,সাংগঠনিক সম্পাদক ফরিদ চৌধরী তারেক,সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক এমডি রণি, সহ-সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল,গন-সংযোগ সম্পাদক আবুল কালাম আজাদ, ক্রীড়া সম্পাদক এবিএস সিদ্দিক, সহ-ক্রীড়া সম্পাদক রহমান চৌধুরী হামজা, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক নাসিমুল করিম বাবু,মহিলা সম্পাদক মারলিন মিথিলা,সদস্য হাবিবুর রাহমান,মোহাম্মাদ শাফি,জাফর আহমেদ।
অনুষ্ঠানে অথিতি হিসেবে থাকবেন কানেক্টিকাট স্টেইট সিনেটর রিচার্ড ব্লুমেন্থল, ব্রীজ সিটি মেয়র জোসেপ পি জেনিম, বাংলাদেশ মিশন ও বাংলাদেশ কনসু্লেট অফিসের কর্মকর্তা বৃন্দ,বাকের বিদায়ী সভাপতি ও যুক্তরাষ্ট্র জালালাবাদ এসোসিয়েশন এর সভাপতি ময়নুল চৌধরী হেলাল এবং নুরু-হুমায়ুন পরিষদের আহবায়ক ডেবিড স্বাপন রোজারিও সহ বাংলাদেশী আমেরিকান রাজনীতিবিদ,বিজনেসম্যান ও সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা বৃন্দ ।
অভিষেক অনুষ্ঠান উদযাপনের জন্য আহবায়ক ডাঃ শওকত এ খান ও সদস্য সচিব আহমেদ জিল্লু কে নিয়ে বাকের ভোটিং সেন্টার ভিত্তিক ব্রীজপোর্ট সেন্টার ,ম্যাচেষ্টার সেন্টার ,ওয়ালিংফোর্ড সেন্টার ও স্টামফোর্ড সেন্টারে ৫১ জন বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।
অভিষেক অনুষ্ঠানে ‘স্মারকগ্রন্থ’ প্রকাশ ও শপত গ্রহন অনুষ্ঠানের পাশা-পাশি টিভি উপস্থাপক শারমিন রেজা ইভার উপস্থাপনায় নাচ,গান ও কবিতা আবৃত্তি সহ সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাদশা বুলবুল,ত্রিনিয়া হাসান, সারগাম ব্যান্ড মাসুদ সহ বাংলাদেশী ও আমেরিকান স্থানীয় শিল্পীরা।
আমেরিকান সময় বিকাল ৫:৩০ হইতে রাত ১০:৩০ মিঃ পর্যন্ত মেলা চলবে,মেলায় থাকবে খাবারের স্টল,ড্রেস,শাড়ি ও জুয়েলারী সামগ্রীর স্টল।
এছাড়া রাতে কমিউনিটির সকলকে নিয়ে ফ্যামেলি ডিনার সহ বাকের নব-নির্বাচিত কমিটি প্রেস ও ব্যাপক প্রচারনার মাধ্যমে কমিউনিটির সকলের সহযোগীতা কাম্য ।