শিরোনাম :
কিডনি বিশেষজ্ঞ দলের সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন সিলেটে হিন্দু ধর্মাবলম্বী নারীর মুখে ‘মুহাম্মদের গান’ জাফলংয়ে লুৎফুর উদ্দিন মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান সিলেটের সাবেক মন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে সিলেট গাউসিয়া কমিটির উদ্যোগে জশনে জুলুস গোয়াইনঘাটে “চা শ্রমিকদের কর্মসংস্থান চা বাগান রক্ষার দাবীতে মানববন্ধন সিলেট নগরীর জিন্দাবাজার মুক্তিযোদ্ধা গলির ব্যবসায়ী নিখোঁজ স্বপ্নচূড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের নতুন কমিটির অনুমোদন শান্তি-শৃঙ্খলা, সৌহার্দ ও সম্প্রীতি রক্ষায় পায়রা সমাজকল্যাণ সংঘের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য মোবারক র‌্যালি

দেশে ২৫ বছরের উপরের ৭০ ভাগ মানুষ টিকার আওতায় এসেছে: পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৩০৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, দেশে করোনার টিকার কোন সংকট নেই। বিভিন্ন দেশ থেকে টিকা আসছে। দেশেও টিকা উৎপাদনের প্রস্তুতি চলছে। দেশের ২৫ বছরের উপরের জনসংখ্যার প্রায় ৭০ ভাগকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে।

করোনা প্রতিরোধী ভ্যাকসিন কুটনীতিতে সফলতায় শনিবার সকালে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবর্ধনার জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ কথা বলেছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের দেশে কোভিড ম্যানেজমেন্ট খুব ভাল হয়েছে। আমরা টাকা দিয়ে ভ্যাকসিন কিনে মানুষকে বিনে পয়সায় তা দিচ্ছি। শুরুতেই আমাদের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন করোনা টেস্ট ও ভ্যাকসিন দেশের মানুষকে বিনামূল্যে দিবেন। এখনো এটা চলমান আছে।।’

ভ্যাকসিন আমদানি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমরা প্রথমে ভারত থেকে ভ্যাকসিন আমদানি শুরু করি। কারণ ভারতের ভ্যাকনিস বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত। পরবর্তীতে সেখানে অতিমারি বেড়ে যাওয়ায় তারা ভ্যাকসিন দেয়া স্থগিত রাখে। এই অবস্থায় আমরা চীন থেকে ভ্যাকসিন আমদানির সিদ্ধান্ত নেই। চীন ভ্যাকসিন দেয়ার জন্য প্রথমেই আমাদের কাছে এসেছিল। কিন্তু আমাদের চিকিৎসকরা তাতে আগ্রহ দেখাননি। কিন্তু ভারত ভ্যাকসিন দেয়া স্থগিত রাখায় আমরা অসুবিধায় পড়ে চীন থেকে আমদানির পরিকল্পনা নেই। চীনও জানায় তারা তাদের দেশের ভেতরে ও বাইরে প্রায় ১০০ মিলিয়ন ভ্যাকসিন প্রয়োগ করেছে। তাদের ভ্যাকসিনে কোন সমস্যা হচ্ছে। এরপর প্রধানমন্ত্রীর অনুমোদন স্বাপেক্ষে চীন থেকে আমদানি শুরু হয়।’

বর্তমানে দেশে ভ্যাকসিনের কোন সংকট নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রনালয় বলছে ডিসেম্বরের মধ্যে দেশের মোট জনসংখ্যার ৫০ ভাগকে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হবে। কিন্তু আমার হিসেবে তা আরও অনেক বেশি। দেশে ১৬০ মিলিয়ন মানুষের মধ্যে ৮০ মিলিয়নের বয় ২৫ বছরের নিচে। আমাদের প্রথম টার্গেট তাদেরকে টিকা দেয়া। ইতোমধ্যে ২৫ বছরের উপরের ৭০ ভাগ মানুষকে টিকা দেয়া সম্ভব হয়েছে।’
মন্ত্রী জানান, এখন পর্যন্ত দেশে যে ২৭ হাজার মানুষ করোনায় মারা গেছেন তাদের মধ্যে মাত্র ৪ জন ২৫ বছরের নিচে। তারা এমনিতেই ইম্যুনেটেড।

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain