শিরোনাম :
ইসলামী ব্যাংক ইন্সটিটিউট অব টেকনোলজি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান সিলেটের দক্ষিণ রনিখাই ইউপি চেয়ারম্যান গ্রেফতার কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহবায়ক হলেন ফয়েজ আহমেদ দৌলত সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটারে ভোগান্তির শেষ নেই আশা’র শিক্ষা কর্মসূচীর অভিভাবক মতবিনিময় সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন ভোটাধিকার প্রতিষ্ঠায় মজলুম জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে : এমরান চৌধুরী সিটি ফাউন্ডেশনের সৌজন্যে সাবেক শিক্ষার্থীদের মধ্যকার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন মিটার পাঠক ও বিতরণকারী ঐক্য পরিষদের সংবর্ধনা

ভূমিকম্পে বড় ধরণের আশঙ্কা সিলেট- ৪২ হাজার ভবন পরীক্ষা আটকে আছে

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ২৭১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ভূমিকম্পের ‘ডেঞ্জার জোন’ হিসেবে পরিচিত সিলেট। চলতি বছরের শুরুতে ঘন ঘন ছোট ভূমিকম্পে আতঙ্কে বাড়িয়েছে সিলেটর মানুষের মনে। এসব ভূমিকম্পের অনেকগুলোর উৎপত্তিস্থল ছিল সিলেট শহর ও আশপাশের এলাকা। সিলেটের অভ্যন্তরে ছোট ছোট ফল্ট সক্রিয় হয়ে ওঠায় এই অঞ্চলে দফায় দফায় ভূমিকম্প হচ্ছে বলে মনে করছেন বিশেজ্ঞরা। এই অবস্থায় ভূমিকম্প সহনীয়তা নির্ণয়ে সিলেট নগরীর প্রায় ৪২ হাজার ভবন পরীক্ষার উদ্যোগ নিয়েছিল সিলেট সিটি করপোরেশন (সিসিক)। কিন্তু অর্থ সংকটে থেমে গেছে সেই উদ্যোগ। ফলে বড় ভূমিকম্পে সিলেটে জান-মালের বিশাল ক্ষতির আশঙ্কা নিয়ে ভাবছেন নগরবাসী।

সিলেট সিটি করপোরেশনের বর্তমান আয়তন ২৬.৫ বর্গকিলোমিটার। সিটি করপোরেশনের তালিকাভূক্ত হোল্ডিংয়ের সংখ্যা প্রায় ৭৪ হাজার। এর মধ্যে দুই থেকে ২১ তলা পর্যন্ত ভবন রয়েছে ৪১ হাজার ৯৯৫টি। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত কিছু ভবন জরিপ করে সিলেট সিটি করপোরেশন ৩৩টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে। এরপর সংস্কারের মাধ্যমে ১০টি ঝুঁকিমুক্ত হলেও সিটি করপোরেশনের তালিকায় এখনো ঝুঁকিপূর্ণ রয়েছে ২৩টি। তবে এখন পর্যন্ত মোট হোল্ডিংয়ের তুলনায় যৎসামান্য ভবন পরীক্ষা করে এই৩ ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানের মতে, নগরীর ৪২ হাজার ভবন পরীক্ষা গেলে কয়েকশ’ ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হবে। বড় ধরনের ভূমিকম্প হলে যে ভবনগুলো ধ্বসে পড়ে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।
এদিকে, চলতি বছরের ২৯ ও ৩০ মে এবং ৬ জুন ভূমিকম্পে অন্তত ১০ বার কেঁপে ওঠে সিলেট। এই ঘটনার পর সিলেট সিটি করপোরেশন ১০টি মার্কেটকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সাময়িক বন্ধ ঘোষণা করে। এরপর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ দল ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো পরিদর্শন করেন। এরপর তারা মার্কেটগুলোর ভূকম্পন সহনীয়তা নির্ণয়ে স্ট্রাকচারাল ম্যাপ ও সয়েল টেস্টের কাগজ চান। কিন্তু একটি ছাড়া অন্য কোন মার্কেট তাদের কাগজ জমা দিতে পারেননি। ফলে ঝুঁকিপূর্ণ মার্কেটগুলোর ঝুঁকির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

এদিকে, ঘন ঘন ভূমিকম্প বড় ভূমিকম্পের সংকেত দিচ্ছে- বিশেষজ্ঞদের এমন সতর্কবার্তার পর সিলেট সিটি করপোরেশন নগরীর ৪২ হাজার ভবন পরীক্ষার উদ্যোগ নেন। এজন্য তারা ঢাকার একটি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে। সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, ঢাকার ওই প্রতিষ্ঠানটি চারতলা একটা ভবন সার্ভের জন্য ৪০ থেকে ৫০ হাজার টাকা ফি চাচ্ছে। সেই হিসেবে সবমিলিয়ে নগরীর ৪০-৪২ হাজার ভবন পরীক্ষা করাতে ২৫-৩০ কোটি টাকার প্রয়োজন। কিন্তু সিটি করপোরেশনের পক্ষ থেকে এই খাতে এতো বিশাল অংকের টাকা খরচ করার মতো তহবিল নেই। তাই ঢাকার ওই প্রতিষ্ঠানটির সাথে এখনো চুক্তি হয়নি। তবে এখনো আলাপ আলোচনা চলছে। প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, নিয়মমতো ভবন পরীক্ষার টাকা সংশ্লিষ্ট ভবন মালিকদেরই দেয়ার কথা। কিন্তু কেউই টাকা দিতে রাজি হচ্ছে না। তাই সিটি করপোরেশনকে ‘ধীরে চলো’ নীতি অবলম্বন করতে হচ্ছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য মতে, গত পৌণে চার বছরে ভূমিকম্পে ৪৭ বার কেঁপেছে বাংলাদেশ। এসব ভূমিকম্পের ২০টির উৎপত্তিস্থল ছিল দেশের ভেতরে। যার মধ্যে ১১টি হচ্ছে সিলেট অঞ্চলে। বাকি ২৭টি ছিল সীমান্ত এলাকাসহ আশপাশের দেশগুলো। বিশেষজ্ঞরা বলছেন, বারবার ভূমিকম্প হওয়ার অর্থ ফল্ট লাইনগুলো সক্রিয় আছে।
বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি গণমাধ্যমকে জানান, ‘গত দু-তিন বছরে দেশে ভূমিকম্পের সংখ্যা অনেক বেড়েছে। আবার ১০০ বছরের মধ্যে আমাদের এখানে বড় ভূমিকম্প হয়নি তেমন। এটা একটা জিনিস নির্দেশ করে যে এগুলো শক্তি সঞ্চয় করছে। ফলে সামনে বড় ভূমিকম্পের শঙ্কা আছে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain