অনুসন্ধান নিউজ :: সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিনের প্রধান নির্বাচনী কার্যালয় ঘোপাল পয়েন্ট সংলগ্নে উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বুধবার (২৭ অক্টোবর) বাদ আছর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
চেয়ারম্যান প্রার্থী (বর্তমান) ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন।সিলেট মহানগর আঞ্জুমানে আল ইসলাহ এর সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, সদর উপজেলা আওয়ামী নেতা আনোরুল হক, মাস্টার আব্দুশ শুকুর, ফজলুল করিম ফুল মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম আলী, সিনিয়র সহ সভাপতি হাজী হানিফ আলী, বীর মুক্তিযুদ্ধা আমির আলী, মতছির আলী, আব্দুল করিম, মুরব্বী হাজী নূর মিয়া, হাজী কাঞ্চন মিয়া, আসাব উদ্দিন, আব্দুল কাদির, ময়ছর আলম, আলা উদ্দিন, সিরাজ মিয়া, ওয়াহিদ আলী, আমিনুর রহমান, মুজিবুর রহমান, নূরুল হক, সামছুল হক, হাজী মখলিছ মিয়া, আতাউর রহমান, আব্দুল মুতলিব, আজিজুর রহমান, সাংবাদিক ওলিউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ সম্পাদক রুহুল তালুকদার, সদস্য মোস্তফা উল্লাহ, সদর উপজেলা আহবায়ক মোহাম্মদ শাহজাহান, যুগ্ম আহবায়ক প্রভাষক সেলিম আহমদ, আওয়ামী লীগ নেতা কয়েস আহমদ, তাজ উদ্দিন, আব্দুল করিম বাচ্চু, মরম আলী, মানিক মিয়া, সোহেল আহমদ, জামাল আহমদ, খলিল আহমদ, আব্দুর রব, মোঃ আল আমিন, আবুল কাশেম, আমিনুর রশিদ প্রমূখ।মোনাজাত পরিচালনা করেন ঘোপাল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শফিকুর রহমান জিহাদী। এদিকে মোঃ নিজাম উদ্দিন নৌকা প্রতীক নিয়ে বাদ মাগরিব সোনাতলা বাজার থেকে প্রথম গণসংযোগ শুরু করে বাদাঘাট বাজারে সমাপ্ত করেন।