 
																
								
                                    
									
                                 
							
							 
                    অনুসন্ধান নিউজ :: সিলেটে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ প্রয়োগ চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৮২টি কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হচ্ছে।
সিসিক জানিয়েছে, বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের আওতায় গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর যারা প্রথম ডোজ টিকা নিয়েছিলেন, তারা আজ বৃহস্পতিবার নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করছেন।
সিসিক এলাকায় ওই ক্যাম্পেইনের আওতায় ২৭ হাজার ৯৫৪ জন প্রথম ডোজ টিকা গ্রহণ করেছিলেন। আজ দ্বিতীয় ডোজ টিকা কার্যক্রম লক্ষ্যমাত্রা পূরণ হওয়া অবধি চলমান থাকবে বলে জানিয়েছে সিসিক।