অনুসন্ধান নিউজ :: আধ্যাত্বিক রাজধানী সিলেটকে পর্যটন নগরী ঘোষণার দাবি জানিয়েছে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ গত শনিবার জাফলংয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন শেষে রাধা নগর চা-বাগানে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের সভাপতি এডভোকেট আব্দুল্লাহ আল হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এ দাবী জানানো হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর সিলেট বিভাগের মহা-পরিচালক মো. শিকদার কামরুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জয়নুল হক।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের সহ-সভাপতি ফারুক আহমদ, শিহাব উদ্দিন, সবুজ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহমদ রায়হান, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুস শাকুর, প্রচার সম্পাদক ফটো সাংবাদিক সোহেল আহমদ, সদস্য আশিক উদ্দিন, মামুনুর রশিদ, কবির আহমদ, আব্দুল আহাদ, রিয়াজ উদ্দিন বাবুল, মো. আব্দুল্লাহ, সিপন আহমদ, শেখ কাইয়ুম, সৈয়দ রাহেল, রাকিব আহমদ, হাবিবুর রহমান, আল-আমিন, আদনান আহমদ, জুবরান আহমদ প্রমুখ। সভায় বক্তারা বলেন বাংলাদেশের আধ্যাত্বিক রাজধানী খ্যাত প্রাকৃতিক সৌন্দর্য্যরে লীলাভূমি বহু ওলি আউলিয়ার পদস্পর্শে ধন্য সিলেটে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন। কিন্তু সঠিক ব্যবস্থাপনার অভাবে পর্যটকগণ তাদের মনের তৃষ্ণা মেটাতে পারেন না। আমরা সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি যে সিলেটকে পর্যটন নগরী ঘোষণা করে পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করণে সচেষ্ট হলে সিলেটের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। প্রেস বিজ্ঞপ্তি