শিরোনাম :
সিলেটে নারীর কাছে মিললো বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ টাকা বৃহত্তর জৈন্তিয়া কল্যাণ পরিষদের আহবায়ক কমিটির সভা সিলেট মহানগর শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলণের প্রস্তুতি সভা সিলেটে জমিয়তের গণসমাবেশ সফলের লক্ষ্যে মহানগর জমিয়তের প্রচার মিছিল সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে ১কোটি ২১ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ সেনাবাহিনী যেতেই পালালেন রিকশাচালকরা, ধাওয়া দিলেন পথচারীরাও গ্রেপ্তার শাহজাহান ওমর-‘‌আমার নামে মামলা আছে, জানতাম না’ হবিগঞ্জে আ.লীগ নেতা সাইফুলসহ গ্রেফতার-২ আনোয়ার ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে বিপিজেএ সিলেটকে সাউন্ড সিস্টেম প্রদান সিএনজির চালক সুজিত হ ত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

লন্ডন ডাগেনহাম জামে মসজিদ কমিটির পক্ষে সিলেটের কালাগুলে ত্রাণ বিতরণ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ১৫৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: লন্ডন ডাগেনহাম জামে মসজিদ কমিটি কর্তৃপক্ষ, মসজিদের মুসল্লী ও ডাগেনহাম এলাকাবাসীর পক্ষ থেকে সিলেট সদর উপজেলার ৩ নং খাদিমনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে কুশাল গ্রামে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (০৩ নভেম্বর) বিকেল ৪ টায় প্রায় দেড় শতাধিক অসহায় পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৪ কেজি ডাল, ২ কেজি পিঁয়াজ, ২ কেজি আলু, ২ লিটার তেল, ১ কেজি লবণ সহ এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, লন্ডন ডাগেনহাম জামে মসজিদ কমিটির চেয়ারম্যান সানাওর আলী, ভাইস চেয়ারম্যান শওকত মিয়া, সাধারণ সম্পাদক মুয়াজ্জেম হোসাইন খান, আব্দুর রহিম বেগ, শাহীন আহমদ সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সব সময় দেশের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সময় নিজেরা অতি কষ্টে দিন যাপন করেও দেশের মানুষের কথা বিবেচনা করে সাহায্য করে যাচ্ছেন। আমি আশা করি দেশের মানুষের প্রতি তাদের মহানুভবতা অব্যাহত থাকবে। পাশাপাশি তারা সব সময় সফলতা ও দীর্ঘায়ু লাভ করেন এই দোয়া করি।

লন্ডন ডাগেনহাম জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুয়াজ্জেম হোসাইন খান (জুনেদ) বলেন, সিলেটের প্রত্যন্ত অঞ্চলে অসহায় ও নিম্ন শ্রেণির মানুষের পাশে দাঁড়াবে লন্ডন ডাগেনহাম জামে মসজিদ কর্তৃপক্ষ। সিলেটের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে আমাদের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, ডাগেনহাম প্রবাসী লাল মিয়া চৌধুরী, লন্ডন প্রবাসী কিরন চৌধুরী, লন্ডন প্রবাসী ও ডাগেনহাম মসজিদের মুসল্লী সাদেক আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মুকুল চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমদ প্রমুখ। উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ২০২১ইং বিকেল ৩টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেহপুর ইউনিয়নের ষষ্ঠ খন্ড ইসলামপুর গ্রামে প্রায় ২০০ অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে লন্ডন ডাগেনহাম জামে মসজিদ কমিটির কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain