শিরোনাম :
সিলেটে নারীর কাছে মিললো বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ টাকা বৃহত্তর জৈন্তিয়া কল্যাণ পরিষদের আহবায়ক কমিটির সভা সিলেট মহানগর শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলণের প্রস্তুতি সভা সিলেটে জমিয়তের গণসমাবেশ সফলের লক্ষ্যে মহানগর জমিয়তের প্রচার মিছিল সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে ১কোটি ২১ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ সেনাবাহিনী যেতেই পালালেন রিকশাচালকরা, ধাওয়া দিলেন পথচারীরাও গ্রেপ্তার শাহজাহান ওমর-‘‌আমার নামে মামলা আছে, জানতাম না’ হবিগঞ্জে আ.লীগ নেতা সাইফুলসহ গ্রেফতার-২ আনোয়ার ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে বিপিজেএ সিলেটকে সাউন্ড সিস্টেম প্রদান সিএনজির চালক সুজিত হ ত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

কানাইঘাট সীমান্তে এখনও উদ্ধার হয়নি দুই বাংলাদেশীর লাশ, বিকেলে বৈঠক

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ২৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের কানাইঘাটে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ এখনো নোম্যান্স ল্যান্ডে পড়ে আছে। ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও মরদেহ ফিরিয়ে আনতে বিজিবি-বিএসএফ পাতাকা বৈঠকে বসেনি।

তবে লাশ দুটির বিষয়ে শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে ৪টার দিকে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে তিনদিনেও নিহতদের মরদেহ না পেয়ে দুই পরিবারের মধ্যে চলছে শোকের মাতম।
বিষয়টি নিশ্চিত করেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম। তিনি বলেন, দুই বাংলাদেশির মরদেহ এখনো সীমান্ত রেখায় নোম্যান্স ল্যান্ডে পড়ে আছে। বিজিবি-বিএসএফ পাতাকা বৈঠক হয়নি, তাই মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। তবে শুক্রবার বিকেল ৪টায় বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। এসময় লাশ দুটি ফেরত পাওয়ার কথা রয়েছে।

জানা যায়, বুধবার (৩ নভেম্বর) সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তের ১৩৩১ পিলার সংলগ্ন এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হন। নিহতরা হলেন- কানাইঘাট সীমান্তবর্তী এরালীগুল গ্রামের আব্দুল লতিফের ছেলে আসকর উদ্দিন (২৫) এবং একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে আরিফ উদ্দিন (২২)।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার বিকেলের দিকে তারা বাড়ি থেকে বের হয়ে স্থানীয় লালবাজারে যান। এরপর তারা আর বাড়িতে ফিরেনি।
স্থানীয়রা জানান, সীমান্ত এলাকার অনেকে ধারণা করছেন আসকর ও আরিফ মঙ্গলবার রাতে সীমান্ত এলাকায় গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain