অনুসন্ধান নিউজ :: জেল হত্যা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট সদর উপজেলা কমিটির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার রাতে নগরীর কুমার গাঁও বাসটার্মিনালস্থ সদর যুবলীগের অস্থায়ী কার্যালয়ে মাহফিল ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা যুব কমান্ড সদর উপজেলা সভাপতি শায়েস্তা তালুকদার এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৌরভ আহমদ এর পরিচালনায়
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা সভাপতি জিল্লুর রহমান বলেন, বাঙালি জাতির ইতিহাসে আরেকটি কলঙ্কিত অধ্যায়ের নাম জেল হত্যাকান্ড। বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারের অভ্যন্তরে বিনাবিচারে মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুরা এ দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। পরাজয়ের প্রতিশোধ নিতে স্বাধীনতাবিরোধী সেই ষড়যন্ত্র থেকেই জেলখানার ভেতরে এই হত্যাকান্ড সংগঠিত করে তারা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, মহানগর যুবলীগ নেতা এ কে এম কাওসার আহমদ, অন্যান্যদেও মাঝে উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুব কমান্ড নেতা আব্দুর রশিদ, বিলাল, রেজা, শেখ মোহাম্মদ, ওয়াজেদ আলী, লায়েক, রিমুল, ফয়েজ, জাবেদ ,জামিল, শাহাজান, সাবুল, তানভির সহ নেতৃবৃন্দ। দোয়া ও মিলাদ মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার আত্নার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।দোয়া পরিচালনা করেন কুমার গাঁও বাসটার্মিনাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবউল্লাহ