শিরোনাম :
ধানের শীষের গণজোয়ার দেখে পরাজিত শত্রুরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে-বালাগঞ্জে খান জামাল ১৩ দিনে সিলেটে যে ভাইরাসে আক্রান্ত অর্ধশত মানুষ সিলেট মহানগর ৩নং ওয়ার্ড জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের পুনর্জাগরণ : খন্দকার মুক্তাদির সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ১৫ তম ব্যাচের হোয়াইট কোট অনুষ্ঠান সম্পন্ন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ২০ শ্রমিক পরিবারকে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জমিয়তের বিকল্প নেই-মঞ্জুরুল ইসলাম আফেন্দি সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে আহত ৩০ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মল্লিকার কোমরে যা করতে চেয়েছিল প্রয়োজক!

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৩৩৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :: বলিউডের আবেদনময়ী আইটেম গার্লদের তালিকা করলে মল্লিকা শেরাওয়াতের নামটি আসবে প্রথম দিকেই। একটা সময় হিন্দি সিনেমার গানে তার শরীরী উত্তাপে কাবু দর্শকরা। পরিচালক-প্রযোজকরা তাকে ‘সেক্স সিম্বল’ হিসেবেই উপস্থাপন করেছে পর্দায়।
তবে শরীর সর্বস্ব কাজ দিয়ে বেশি দিন টিকতে পারেননি এই অভিনেত্রী। অনেক দিন ধরেই তাকে আর সিনেমায় দেখা যায় না। আগের মতো জনপ্রিয়তাও নেই তার।
মল্লিকা যখন নিয়মিত কাজ করতেন, তখন তার কাছে নানান ধরনের কাজের প্রস্তাব আসতো। তবে একবার অদ্ভুত এক প্রস্তাব আসে। যেটার কথা সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন অভিনেত্রী। ‘দ্য লাভ লাভ লিভ’ নামের ওই শো’তে মল্লিকা জানান, একজন প্রযোজক তার কোমরে রুটি ছেঁকা দিতে চেয়েছিল!
ঘটনার বর্ণনা দিয়ে মল্লিকা জানান, একটি সিনেমার গানের জন্য ওই প্রযোজক তার কাছে আসেন। তাকে বলা হয়, গানটিতে অনেক বেশি ‘হট’ অবতারে উপস্থাপন করা হবে মল্লিকাকে। অভিনেত্রীর ভাষ্য, ওটা বেশ মজার আর অরিজিনাল একটা ভাবনা ছিল তিনি আমাকে জানান ভীষণ হট একটা গান। দর্শক কীভাবে জানবে যে আপনি হট? আপনি এতোটাই হট যে আমরা আপনার কোমরে রুটি ছেঁকতে পারি।
একই অনুষ্ঠানে মল্লিকার কাছে আরো জানতে চাওয়া হয় হটনেসের সংজ্ঞা কী? তিনি বলেন, আমার মনে হয় নারীদের হটনেস নিয়ে আমাদের একটা মারাত্মক অদ্ভূত ধারণা রয়েছে। আমি সেটা একদম বুঝতে পারি না। এখন অনেকটা পাল্টেছে, তবে যখন আমি ক্যারিয়ার শুরু করেছিলাম, তখন একদম আজব ছিল।
উল্লেখ্য, ‘মার্ডার’, ‘খোয়াইশ’, ‘গুরু’র মতো সিনেমায় মল্লিকা অভিনয় করেছিলেন। বরাবরই তাকে খোলামেলা রূপে দেখা গেছে। এ জন্য অবশ্য পরিচালক-প্রযোজকদেরই দোষ দেন তিনি। তারাই নাকি তাকে ব্যবহার করে ফায়দা নেওয়ার চেষ্টা করেছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain