শিরোনাম :
১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত আমীন তৌহিদ এর উদ্যোগে দোয়া ও শীত বস্ত্র বিতরণ তারেক রহমানকে বরণ: সিলেট থেকে ঢাকামুখী বিএনপি নেতাকর্মী বিএনপি ক্ষমতায় গেলে সিলেটের উন্নয়নে বরাদ্ধ অনেক বাড়ানো হবে-সিলেট জেলা প্রেসক্লাবে মতবিনিময়কালে মুক্তাদির সিলেট মহানগর বিএনপির প্রস্তুতি সভায় খন্দকার মুক্তাদির ধানের শীষের বিজয়ের লক্ষ্যে গোয়াইনঘাটে একই মঞ্চে দুই আরিফুল হক- হাকিম চৌধুরী সিলেটে ৭ দিনের মধ্যে সিএনজি অটোরিকশার ভাড়া নির্ধারণ- পুলিশ কমিশনার সিলেট নগরে দোকানপাট বন্ধের সময়সূচিতে পরিবর্তন করেন-পুলিশ কমিশনার আগামী জাতীয় সংসদ নির্বাচনে পবিত্রতার সাথে দায়িত্ব পালন হবে দেশপ্রেমের সবচেয়ে বড় পরীক্ষা- উপমহাপরিচালক মো: জিয়াউল হাসান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খছরুজ্জামান খছরু কে স্বাগত জানিয়ে সিলেটে ছাত্রদলের মিছিল সিলেটের ৩টি আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা

রেহানা রুহিন ফেসবুকে বিরুদ্ধে বাজে ছবি পোষ্ট করায় জালালাবাদ থানায় জিডি

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৪৩৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সামাজকি যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) রেহানা রুহিন নামে এক ব্যক্তি আইডি খুলে কুরুচীর্পূন মন্তব্য লিখে ও উদ্যেশ্য প্রণোদিত ভাবে ছবি পোষ্ট করায় থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন মিছবাহুজ্জামান রুহিন।
ফেসবুকে মিছবাহুজ্জামান রুহিন এর বিরুদ্ধে একটি কুরুচিপুর্ন ছবি ও মন্তব্য পোষ্ট করে রেহানা রুহিন নামের ওই ব্যাক্তি তাকে সমাজে হেপ্রতিপন্য করার চেষ্টা করছে। বিষয়টি জানার পর ওই রেহানা রুহিন বিরুদ্ধে জালালাবাদ থানায় একটি সাধারন ডাইরী করেন। সাধারন ডাইরী নাম্বার ৫২২/১২-১১-২১ ইংরেজী।

আমার নাম মিছবাহুজ্জামান রুহিন কে বা কাহার আমার নাম ও ছবি আপলোড করিয়া ( Rehana Ruhin) রেহানা রুহিন নামীয় ভুঁয়া ফেইসবুক আই/ডি খুলিয়া আমার ছবি আপলোড করিয়ে খারাপ মন্তব্য ও কুৎসারটাইতেছে এবং হুমকি ধামকি দিয়া আসিতেছে। অজ্ঞাতনামা বিবাদীয়গণ এরুপ আচরণে আমি ও আমার পরিবারের লোকজন মানহানীকর অবস্থায় পড়িয়াছি এবং নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। অজ্ঞাতনামা বিবাদীগণ কতৃক যে কোন সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর সম্বাবনা বিদ্যামান । তাই ভবিষ্যত নিরাপত্তার স্বার্থে এ বিষয় থানায় সাধারণ ডায়েরী করি। আমি মিছবাহুজ্জামান রুহিন(২৬) পিতা আবু হানিফ, সাং বন্ধন ডি-১৪ আখালিয়া নোয়াপাড়া থানা জালালাবাদ জেলা সিলেট।

এ বিষয়ে মিছবাহুজ্জামান রুহিন জানান, ভুঁয়া ফেইসবুক আইডি ( Rehana Ruhin) রেহানা রুহিন নামে আমার ছবি ও আমার ডাক নাম ব্যবহার করেন নামে আইডিতে তার মানসম্মান নিয়ে ছিনিমিনি খেলছে। সেই সাথে অনেকে ছবি দেখে বাজে কমেন্ট করেন। এতে আমার সম্মান ও সুনাম ক্ষুন্ন হয়েছে। এ বিষয় তিনি জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। তিনি নিন্দা ও প্রতিবাদ জানান এবং রেহানা রুহিন ও তার সহযোগী বাজে কমেন্টকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনের নিকট অনুরোধ জানান।

এ ব্যাপারে জালালাবাদ থানার অফিসার ইনর্চাজ জানান এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী নথিভূক্ত করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain