শিরোনাম :
সিলেটে সাধারণ মানুষের মাঝে ৭ টাকায় ইফতার বিতরণ রোজাদারদের মধ্যে মৌলা বক্স করিম বক্স লিমিটেডের ইফতার বিতরণ বিশ্বনাথের লামাকাজি ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল পবিত্র রমজান মাসে আমাদেরকে আত্মশুদ্ধিকরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্ঠা করতে হবে–রেজাউল করিম দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে দেশের সম্ভাবনা শেষ হয়ে যাবে: কয়েস লোদী বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের ইফতার মাহফিলে-এডভোকেট জুবায়ের গোয়াইনঘাট সীমান্তে বিজিবির অভিযানে ১২ কোটি টাকার চোরাচালান জব্দ সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগ প্রজেক্ট “পান্থশালা”র আয়োজনে ইফতার মাহফিল সম্পন্ন সম্প্রীতির বাংলাদেশে ব্যক্তি পর্যায়ে রোজাদারদের নিয়ে ইফতার পার্টিতে ডা. অভি রঞ্জন বড়ুয়া

চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৬

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ২৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: রাজধানীর সায়েদাবাদ জনপথ মোড়ে একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে ছয়জন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। আজ শনিবার বিকেলে সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ ব্যক্তিরা হলেন রিপন (৩৫), কবির (৩০), শফিক (৪০), বিশ্বনাথ দত্ত (৫০), কালাম (৪৫) ও রবিন (২৫)।

আহত ব্যক্তিরা জানিয়েছেন, জনপথ মোড় এলাকায় একটি চায়ের দোকানে বিকেলে সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের মধ্যে কেউ কেউ পথচারী ছিলেন। বিস্ফোরণের পর আশপাশের লোকজন তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

এ ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন সন্ধ্যায় বলেন, ‘মাত্র রোগীদের পেয়েছি। কার কত শতাংশ দগ্ধ হয়েছে, তা এখনো নিরূপণ করা হয়নি। তবে অবস্থা দেখে মনে হচ্ছে ছয়জনের মধ্যে পাঁচজনের অবস্থায় সংকটাপন্ন।’

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের অপারেটর শাহাদাত হোসেন বলেন, বিকেল ৫টা ২০ মিনিটে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। বিস্ফোরণ হলেও আগুন ছড়ায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা যাওয়ার আগেই আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain