শিরোনাম :
ভার্থখলা মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের কার্যক্রমের পুরস্কার বিতরণ সিলেটে ফয়েজ উদ্দীন লোদী মেধাবৃত্তি ও সনদপত্র বিতরন স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বীরকে হত্যার প্রতিবাদে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন-উপদেষ্টা আদিলুর রহমান খান সিলেটে কোটিপতি প্রার্থীর ছড়াছড়ি, স্ত্রীরাও বিত্তশালী শহীদ জিয়া ও বেগম জিয়ার দূরদর্শিতা অনুসারণ করে তারেক রহমানে নেতৃত্বে কাজ করতে হবে : খন্দকার মুক্তাদির ইসলামী শিক্ষা ব্যবস্থায় বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: আরিফুল হক চৌধুরী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খাদিমনগর ইউনিয়নে দোয়া মাহফিলে- খন্দকার মুক্তাদির খালেদা জিয়া তাঁর সুসন্তানকে আমাদের অভিভাবক হিসেবে রেখে গেছেন-অ্যাড. এমরান আহমদ চৌধুরী এক বছরের পরিচয়, শেষ পরিণতি নির্মম হত্যা

জাতীয় যুব পদকপ্রাপ্ত আমাজাদ হোসেন সংবর্ধিত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ২৯৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরাম এর উদ্যোগে জাতীয় যুব-২০২১ লাভ করায় সফল উদ্যোক্তা আমজাদ হোসেন চৌধুরীর সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান গত ১৪ নভেম্বর রোববার সন্ধ্যা ৭ টায় টিলাগড়স্থ যুব প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট এর উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব প্রশিক্ষণ কেন্দ্র সিলেট এর কো-অর্ডিনেটর এম.এস. ইমরোজ এরশাদ, সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজহারুল কবীর, সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত কাউন্সিলর, নারী উন্নয়ন যুব সংস্থার সভাপতি নাজনীন আকতার কণা, প্রযুস এর প্রতিষ্ঠাকালীন সভাপতি এ.এ সাকির আহমদ শিকদার। স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আহমদ।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জাতীয় যুব পদকপ্রাপ্ত সফল উদ্যোক্তা আমজাদ হোসেন চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় যুব পদকপ্রাপ্ত আত্মকর্মী মোঃ জামাল খান, আব্দুল আহাদ শাহীন, সাহিদা বেগম, ফরিদা আলম, ইনসাফ ভিলেজ এন্ড ডেভেলপম্যান্টের সহ সভাপতি মুক্তার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিলুফরে ইয়াসমিন ও শফিকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের প্রশিক্ষক সাবিনা ইয়াসমিন ও ইমরানুল বাহার, আত্মকর্মী নীলিমা আক্তার নিলা, উমেরা আফ্রিদা, শিক্ষাবিদ ইসমাঈল হোসেন, রুনা মজুমদার, তাহমিনা আক্তার জুই, আলী হোসেন, স্বদেশবাণী যুব সংঘের সভাপতি ইলিয়াস আকরাম, মোতাহের হোসেন সোহেল, জাহেদ চৌধুরী প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দিমাম খান।
প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, যুব সমাজ আমাদের বড় শক্তি। দরকার শুধু শিক্ষা, সচেতনতা এবং সুযোগ সৃষ্টি করে দেয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সেই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। তিনি বলেন, চাকরির পেছনে না ছুটে যুব সমাজকে মেধা ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। শুধু চাকরির মুখাপেক্ষী হয়ে বসে থাকলে চলবে না। তরুণদের মাঝে যে সুপ্ত শক্তি রয়েছে- তার চিন্তা এবং মননকে বিকশিত করে সেই কর্মদক্ষতাকে কাজে লাগাতে হবে। যুব সমাজ নিজে কাজ করবে ও আরো দশ জনকে কাজের সুযোগ করে দেবে। বিজ্ঞপ্তি

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain