শিরোনাম :
ঢাকায় আন্দোলনরত শিক্ষকদেরকে নির্যাতনের প্রতিবাদসহ বিভিন্ন দাবীতে সিলেটে শিক্ষকদের মানববন্ধন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক দ্রুত সংস্কার করা না হলে সড়ক ভবন ঘেরাও করা হবে মানববন্ধনে-খান জামাল সিলেট চৌহাট্টা টু সুরমা পয়েন্ট পর্যন্ত জামায়াতের বিশাল মানববন্ধন বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে : বদরুজ্জামান সেলিম শাহাজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ের সীরাত মাহফিল হবিগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন এক ক্লিকেই জামিন আদেশ যাবে কারাগারে’ ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি বন্দি মুক্তি দিল ইসরায়েল শেষ মুহূর্তে গোল হজম, জয় হাতছাড়া বাংলাদেশের ভারতের তিন কাশির সিরাপে জাতিসংঘের সতর্কতা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রীতি ভলিবল প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণী সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২৪৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::   মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট এর উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রীতি ভলিবল প্রতিযোগিতা ২০২১ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান (১৬ নভেম্বর) মঙ্গলবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান এর সভাপতিত্বে এবং যুব সংগঠক ও সমাজকর্মী শাহীন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশারফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার নিশারুল আরিফ, কর অঞ্চল সিলেট বিভাগের কর কমিশনার মো. সাইফুল হক, সিলেট র‌্যাব-৯ এর অধিনায়ক আবু মুসা মো. শরিফুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা, সিলেট কাস্টমসের অতিরিক্ত কমিশনার রাশেদুল আলম, সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক আনিসুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট প্রচারণা কমিটির সদস্য জামিল চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট সরকারি কারিগরি কেন্দ্রের অধ্যক্ষ ওয়ালিউল্লা মোল্লা, সিলেট সরকারি মহিলা কারিগরি কেন্দ্রের অধ্যক্ষ খোরশেদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলার উপ-পরিচালক মলয় ভূষণ চক্রবর্তী।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রীতি ভলিবল প্রতিযোগিতা ২০২১ এ চ্যাম্পিয়ন হন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট ভলিবল টিম ও রানার্সআপ হন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট ভলিবল টিম। খেলা পরিচালনা করেন কৃষ্ণ প্রদ দে ও দীপাল কুমার সিনহা। প্রীতি ভলিবল প্রতিযোগিতায় ধারা বিবরনীতে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার সহকারী পরিচালক সাজেদুল হাসান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain