কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব মহারাসলীলায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান এমপি বলেছেন, সকল ধর্মের মানুষের সম্মান রেখে আমরা কাজ করবো। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আমরা চাই। এই ক্ষুদ্র জাতিগোষ্ঠি মণিপুরী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে প্রয়োজনে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো।
শুক্রবার (১৯ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় উপজেলার মাধবপুর জোড়া মন্ডপে ১৭৯ তম রাস উৎসবে যোগদান করেন মন্ত্রী এসব কথা বলছেন।
মাধবপুরের মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি যোগেশ্বর চ্যাটার্জীর সভাপতিত্বে মণিপুরী বিষ্ণুপ্রিয়া সম্প্রদায় উৎসবে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুর রহমান, মৌলভীবাজার পৌর মেয়র মো. ফজলুর রহমান, পৌর মেয়র মো. জুয়েল আহমদ।
এর আগে দুপুর থেকে উৎসবস্থল মাধবপুরের শিববাজার উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য হয়েছে। রাতে জোড়া মন্ডপে রাসের মূল প্রাণ মহারাসলীলা হবে। তুমুল হৈ চৈ, আনন্দ-উৎসাহে ঢাক-ঢোল, খোল-করতাল আর শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে হিন্দু ধর্মের অবতার পুরুষ শ্রীকৃষ্ণ ও তার সখি রাধারলীলাকে ঘিরে এ উৎসব শুরু হয়। আদমপুরে মণিপুরী মৈতৈ সম্প্রদায় আয়োজনে ৩৯তম পৃথক রাস উৎসব হচ্ছে।