অনুসন্ধান নিউজ :: অসুস্থ মেয়ের চিকিৎসার জন্য মানবিক সহযোগিতার আবেদন জানিয়েছেন এক অসহায় মা। সিলেট নগরীর ৭নং ওয়র্ডের জালালাবাদ ১৯নং বাসা ভাড়াটি হিসাবে বসবাস করেন। বাক প্রতিবন্ধী জুলেখা জানান, আমার স্বামী একজন চা বিক্রেতা আর আমি মানুষের বাসায় কাজ করি। আমরা যা ইনকাম করি তা দিয়ে আমাদের চার জনের সংসার কোনো মতে চলে। সংসারে আমরা স্বামী, স্ত্রী ও আমার ২ মেয়ে। ছোট মেয়ে টা বাক প্রতিবন্ধী। মেয়ে টা আমার জন্মের পর থেকে কথা বলতে পারে না ও কানে কম শুনে। বর্তমানে মেয়েটাকে নিয়ে অনেক সমস্যায় আছি। টাকার অভাবে ভালো চিকিৎসা করাতে পারছি না।
তিনি আরোও জানান, কষ্টের সংসারের ঘানি টানতে মেয়ে জুলেখা অনেক চেষ্টা ও চিকিৎসা এমতাবস্থায় উন্নত চিকিৎসার জন্য আর্থিক ও মানবিক সহযোগিতা কামনা করেছেন অসহায় মা।
বাবা-মায়ের বড় দুশ্চিন্তা, বাচ্চাটার এমন শারীরিক অবস্থা থাকলে পরবর্তিতে কী হবে? উন্নত চিকিৎসার জন্য এবং মেয়েকে স্বাভাবিক জীবন দিতে প্রয়োজন অনেক টাকা। এতো টাকা কোথায় পাবে হতদরিদ্র বাবা-মা? তাই সন্তানের জন্য তারা আজ সরকার আর দেশের হৃদয়বান মানুষের কাছে সাহায্যে জন্য হাত বাড়িয়েছেন।
তিনি সমাজের মানুষের কাছে সহযোগিতার হাত বাড়ীয়ে দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরুদ জানান। শিশুকন্যাটির যত বয়স বাড়ছে ততই চিন্তা ভাবনা বাড়ছে অসহায় ও হতদরিদ্র এই বাবা-মায়ের। অর্থের অভাবে উন্নত চিকিৎসা করতে পারছেন না তারা।
তাই সরকারসহ দেশের বিত্তবানদের নিকট আমার আকুল আবেদন, দয়া করে আমার মেয়েটি পাশে আপনারা একটু দাঁড়ান। তাদের সাহায্য পাঠাতে যোগাযোগ করতে পারেন- মোবাইল নম্বর- ০১৭৪৬৩৪৮৮৫৬ বিকাশ।