গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্য বাহি ৬নং ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ড মেম্বার পদে মনোনয়নপত্র দাখিল করেছেন সালাহ উদ্দিন শিপার । আজ বুধবার (২৪ নভেম্বর ) দুপুরে ঢাকাদক্ষিণ ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান কাছে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ ৮নং ওয়ার্ডের মুরব্বীগণ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। বাছাই ৯ নভেম্বর, আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এদিকে, নির্বাচন সামনে রেখে গোলাপগগঞ্জ উপজেলার জনসাধারণ ও প্রার্থী সমর্থকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুরু হয়েছে নির্বাচন নিয়ে আলোচনা ও পর্যালোচনা।