অনুসন্ধান নিউজ :: ইমাম সমিতি খাদিমনগর ইউনিয়ন শাখার উদ্যোগে ও ক্রিসেন্ট ব্লাড ব্যাংক দরগাহ মহল্লা সিলেটের সহযোগিতায় ফ্রি ব্লাড গ্রুপিং অ্যাওয়ারনেস ও রক্তদান কর্মসূচি সম্পন্ন হয়েছে।
গতকাল ২৫ নভেম্বর বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত।
দিনব্যাপী ফ্রী রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ক্রিসেন্ট ব্লাড ব্যাংক এর পরিচালক, বিশিষ্ট সমাজসেবী জাকির আহমদ চৌধুরী।
খাদিমনগর ইউনিয়ন ইমাম সমিতির সভাপতি মাওলানা হারুনুর রশিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আফছারুল আমীনের পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন খাদিমনগর ইমাম সমিতির প্রধান উপদেষ্টা, জামেয়া আমিনিয়া মংলিপার হাজীনগর মাদ্রাসা এয়ারপোর্ট সিলেটের প্রিন্সিপ্যাল মাওলানা শায়খ মাহমুদুল হাসান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত মাওলানা আরিফ আহমদ, নয়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হাবিবুর রহমান পন্কি লিটল, লন্ডন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহমান, শিমুল কান্দি মাদ্রাসা পশ্চিম বিমান বন্দর সিলেট এর মুহতামিম মাওলানা বিলাল আহমদ, সোনাডহর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ আলী,ছালেপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা উসমান গনি, নেছারাবাদ মংলিপার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিনুল ইসলাম, বড়শলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফেজ জাহেদ আহমদ,বাগাউরা জামে মসজিদের ইমাম হাফেজ আজির উদ্দিন, হাফিজ জামিল আহমদ, আশরাফুল ইসলাম, শিহাব আহমদ, ফরেষ্ট জামে মসজিদের ইমাম মাওলানা জসিম উদ্দিন, হাফিজ মুকাররাম প্রমুখ। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কারী তোফায়েল আহমদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের বিকল্প নেই। রক্তদানে কোন ক্ষতি নয় বরং শরিলের অনেক উপকার হয়। একজন সুস্থ সবল মানুষ ৩ মাস পর পর রক্ত দিতে পারবেন।
বক্তারা আরো বলেন, ইমাম সমাজ মসজিদে নামাজ পড়ানোর পাশাপাশি দেশের সকল ক্ষেত্রে ভুমিকা রাখছেন। তারই ধারাবাহিকতায়
রক্তদান কর্মসুচি একটি মহতি ও প্রশংসনীয় উদ্যোগ। বক্তারা এদরনের মানবসেবামুলক কার্যক্রম অব্যাহত রাখার জন্য ইমাম সমিতি খাদিমনগর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি