শিরোনাম :
বন্ধ শায়েস্তাগঞ্জে বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং জনজীবনে দুর্ভোগ রিক্সা শ্রমিকদের মাঝে শ্রমিক কল্যাণের খাদ্যসামগ্রী বিতরণ তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি-মিফতাহ্ সিদ্দিকী দেশ গঠনে বাংলাদেশ আনসার বাহিনীর অনন্য অবদান জাতি আজ সম্মানের সাথে স্বীকৃতি দিচ্ছে -উপমহাপরিচালক জিয়াউল হাসান সিলেটে উৎসব আনন্দে শেফ দিবস পালন মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো-এম এ মালিক সিলেটের বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকায় লিফলেট বিতরণ সিলেটে সৃজনঘর’র ‘তারুণ্যের মাহফিল’ অনুষ্ঠিত হকারমুক্ত সিলেটে অভিযানে-নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা তৃণমূল পর্যায়ে সংগঠনের দাওয়াতি কার্যক্রম জোরদার করতে হবে–মাওলানা জালালী

সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ২৩২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ বলেছেন, মাদক, চাঁদাবাজি এবং বিভিন্ন অন্যায় প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনগণকেও সোচ্চার হতে হবে। সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখা আমাদের সবার দায়িত্ব। মাদক পাচারের তথ্য আপনারা পুলিশকে জানাবেন, আমরা সাথে সাথে একশন নিবো। বৃহস্পতিবারে মাজারে অতিরিক্ত পুলিশ ফোর্স প্রদান করা হবে। কিন্তু দায়িত্ব শুধু পুলিশের নয়, আপনাদেরকেও নিতে হবে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রতিটি অভিভাবককে সচেতন হওয়া দরকার।
হযরত শাহজালাল (র.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
গতকাল (২৪ নভেম্বর ২০২১) বুধবার রাতে দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি কবীর চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বাগত বক্তব্য সমিতির সহ-সভাপতি লুৎফুর রহমান লিলু।
সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান (দুদু’র) পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুফতি আব্দুল খাবি,ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক মোসাদ্দিকুন নবী, সমিতির সিনিয়র সহ-সভাপতি মুফতি নেহাল উদ্দিন, সহ-সভাপতি জুনেদ আহমদ শওকত, জাহিদ কোরেশী, যুক্তরাজ্য প্রবাসী ইশাদুর রহমান সাব্বির, সমিতির সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রাজন আহমদ, অর্থ সম্পাদক শাকের আহমদ চৌধুরী,সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের মো.মাহবুব, মো.সাজিদুর রহমান, মাওলানা আশরাফুল হক, মো. হেলাল মিয়া, সৈয়দ খলিলুর রহমান কামরান, এস এম মোরশেদ আহমদ (টিপু), শাহ মো. এমদাদুর রহমান ও তানিমুল ইসলাম প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain