অনুসন্ধান নিউজ :: সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, আর্থিক সামাজিক উন্নয়নে ট্রাষ্ট্রের কার্যক্রম প্রশংসনীয়। দেশের অসহায় দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তেলী বাজার হতে জালালপুর পর্যন্ত সড়কটি ১৮ ফুট পর্যন্ত প্রশস্তকরন ও তেতুলতল পয়েন্ট হতে তেতলী মহাসড়ক পর্যন্ত সড়কটি সংস্কার করা হবে। তিনি মরহুম হাজী মাহমদ আলী খান ওয়েলফেয়ার ট্রাষ্টের সরকারি কাজে সর্বাতœক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
তিনি ২৬ নভেম্বর শুক্রবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার দক্ষিণ বলদীস্থ মরহুম হাজী মাহমদ আলী খান ওয়েলফেয়ার ট্রাষ্ট ও দক্ষিণ বলদী সমাজকল্যাণ ও ক্রীড়া সংস্থার স্থায়ী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মরহুম হাজী মাহমদ আলী খান ওয়েলফেয়ার ট্রাষ্ট ও দক্ষিণ বলদী সমাজকল্যাণ ও ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ লয়লুছ মিয়া লয়লুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মারুফ খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট সালেহ আহমদ হীরা, মহানগর আওয়ামীলীগের সদস্য ইমরুল হাসান, তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল বাছিত রানা, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইসরাব আলী, জেলা কৃষকলীগের সাবেক যুগ্ম সম্পাদক জাবেদ আলী, বিশিষ্ট মুরব্বী মুহিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ আলী আশরাফ সোহেল, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহিন আলী, মহানগর ছাত্রলীগের বর্তমান সভাপতি কিশোর জাহান সৌরভ, সাধারন সম্পাদক মোঃ নাঈম আহমদ।
মরহুম হাজী মাহমদ আলী খান ওয়েলফেয়ার ট্রাষ্ট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী আসাদুজ্জামান খান লুৎফুর ও ফ্রান্স প্রবাসী তেতলী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক কামরান হোসেন এর সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন ট্রাষ্ট্রের উপদেষ্ট্রা সজ্জাদ মিয়া, দুলাল মিয়া, দলা মিয়া, নজরুল ইসলাম, পারুল মিয়া, সহ-সভাপতি আবুল কালাম, সেলিম মিয়া, সুরুক আহমদ, আলাল খান, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নিজাম উদ্দিন, তাতীলীগ নেতা বদরুল আলম তুহিন, শ্রমিক নেতা রুনু মিয়া, ট্রাষ্ট্রের সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম, যুগ্ম সম্পাদক মৌলা মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান সানী, তেতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আছাদুল ইসলাম লাভলু, ট্রাষ্ট্রের যুগ্ম সম্পাদক মঞ্জুর খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সালমান আহমদ, ইমন আলী, কোষাধ্যক্ষ রিয়াদ আহমদ, দপ্তর সম্পাদক জাহিল মিয়া, প্রচার সম্পাদক আশফাক আহমদ মামুন, ধর্ম বিয়ষক সম্পাদক ইমন আহমদ, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক, শ্রম বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ, স্বেচ্ছাসেবী সম্পাদক মাছুম মিয়া, ত্রান বিষয়ক সম্পাদক সায়েফ আহমদ, সহ ক্রীড়া আল আমিন, সদস্য ইকবাল মিয়া, রুবেল আহমদ, শাহরিন, আল মুমিন, শাহি আহমদ, হাসান, জীবন আহমদ, মারুফ আহমদ, ফাহাদ আহমদ, রাফি আহমদ প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ফিতা কেটে ট্রাষ্ট্রের কার্যালয় উদ্বোধন করেন এবং দোয়া পরিচালনা করেন বলদী পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা শহিদুল ইসলাম জিহাদী।