অনুসন্ধান নিউজ :: ৫ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সিলেট জেলা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিডিইআরএম এর সভাপতি স্বপন কুমার ঋষি দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সর্নজু রবি দাসের পরিচালনায় সিলেট কোর্ট পয়েন্টে সকাল ১০টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত “বৈষম্য বিলোপ আইন” দ্রুত প্রণয়ন করতে হবে। আদমশুমারী ২০২১ এ দলিত জনগোষ্ঠীর জন্য আলদা তথ্য সংগ্রহ করতে হবে। সকল মহানগরী ও পৌরসভাসমূহে দলিত জনগোষ্ঠীর সবার জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে। উপস্থিত ছিলেন উপদেষ্টা শাহেদা বেগম, আবু রবি দাস।
এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি মতিলাল, মিনা রানী ঋষি, মহিলা সম্পাদিকা রাজ লক্ষী সিনহা,
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক রাজু লাল ডোমার, কার্যকরি সদস্য নানকা রবি দাস, সদস্য শরমিলা রানী ঋষি, মিনতি রানী ঋষি, শছিন্দ্র ঋষি, জয় মালা রানী ঋষি, মধু ঋষি, খগেন্দ্র ঋষি, রবিন্দ্র ঋষি, শিবু ঋষি, লক্ষী রানী ঋষি, শেফালী রানী ঋষি, কুমদেনী রানী ঋষি, পপি রানী ঋষি, রিনা বেগম, সুলতানা রাজিয়া, রিনা বেগম, মনিয়া বেগম, ববিতা রানী ঋষি, দিলোয়ার হোসেন, কাজলী রানী ঋষি, আশালতা ঋষি, প্রিয় লাল ঋষি, মতিলাল দাস, দুলাল দাস, সুমিত্রা রানী ঋষি, গোপাল দাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি