শিরোনাম :
সিলেট কারাগারের বন্দিরাও এবার ভোট দেবেন ১৬নং ওয়ার্ডে হাওয়াপাড়া ও তাতিপাড়া নাগরিক কমিটির আয়োজনে দোয়া মাহফিল এতিম শিশুদের মুখে হাসি ফুটালেন ব্যবসায়ী নেতৃবৃন্দ সিলেটের জৈন্তাপুরে ক্রাশার মিলে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা শীতার্তদের মাঝে গোয়াইনঘাট ছাত্র পরিষদের শীতবস্ত্র বিতরণ এক বছরে সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬৪,নিহতদের বেশি মোটরসাইকলে চালক আরোহী নারী শিক্ষা ও ক্ষমতায়নে দেশনেত্রীর অবদান অবস্মরণীয় : খন্দকার মুক্তাদির প্রাকৃতিক সৌন্দর্য ও খনিজ সম্পদে ভরপুর জৈন্তাকে নতুন রূপে সাজাতে হবে: আরিফুল হক চৌধুরী শোক বই স্বাক্ষরকালে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সিলেটে উড়ানো বেলুন গিয়ে পড়ল ভারতে, ব্যাপক আতঙ্ক

সিলেট ষ্টেশন ক্লাবের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ২৮৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট ষ্টেন ক্লাবের উদ্যোগে দুদিনব্যাপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানমালা শুরু হয়েছে। প্রথম দিনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘এই স্টেশন ক্লাবের দীর্ঘ ইতিহাস রয়েছে। মুক্তিযুদ্ধের অনেক আগে থেকেই এ ক্লাব রয়েছে। এ ক্লাবের সদস্যরা সমাজের উচু স্তরে বিচরণ করেন। তবে এর বাইরে ২০ থেকে ২২ শতাংশ মানুষ সমাজের নিচু স্তরে বাস করেন। তাদেরকে সঙ্গে নিয়ে এসে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ ধরনের সমাজ তৈরিতে আমাদের সংগ্রাম চলছে। এ সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সাহসের প্রয়োজন। সেই সাহস আমাদের দিতে হবে। যেমনটি আমরা দিয়েছিলাম স্বাধীনতার মহানায়ক শেখ মুজিবুর রহমানকে।’
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা সবাই যদি সাহস দেই তাহলে ২০৪১ সালের আমাদের যে লক্ষ্য, একটি সুশিক্ষিত, সভ্য, অসাম্প্রদায়িক, ন্যায়ের সমাজ আমরা তৈরি করতে পারব। যে সমাজ নিয়ে আমাদের পরবর্তী প্রজন্ম গর্ব করবে। সরকার সারাদেশের জনগনের জন্য কাজ করে যাচ্ছে। সিলেটেও বিভিন্ন উন্নয়ন হচ্ছে। সেই কাজের সুফল জনগন পাচ্ছে।’
মহান মুক্তিযুদ্ধে অংশ নিতে না পারার আক্ষেপ জানিয়ে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে দেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নেন। কিন্তু আমার দুভার্গ্য আমি মুক্তিযুদ্ধে অংশ নিতে পারিনি। এ বিষয়টি আমাকে সব সময় পীড়া দেয়। তবে মাননীয় প্রধানমন্ত্রীর পরিচালনায় আমি দেশের সাধারণ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছি। এভাবে কাজের মাধ্যমে আমি সেই ক্ষত পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি।’
সিলেট স্টেশন ক্লাবের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা এনায়েত আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ড. আহমেদ আল কবির এবং বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সাড়ে পাঁচটায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে দুইদিনব্যাপী এই অনুষ্ঠানের শুরু হয়। পরে উদ্বোধনী নৃত্য পরিবেশন করে নৃত্যশৈলী সিলেট। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদ, করোনাকালে মৃত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রধান অতিথিসহ আলোচকবৃন্দেকে ফুল, ক্রেস্ট ও উত্তরীয় দিয়ে সম্মাননা প্রদান করে সিলেট স্টেশন ক্লাব। এদিকে আয়োজনে অংশ নেওয়া ৯টি সংগঠনকে ক্রেস্ট প্রদান করা হয়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সিলেট স্টেশন ক্লাব আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আহŸায়ক আবু বক্কর হীরন। পুরো অনুষ্ঠান উপস্থাপনা করে নন্দিতা দত্ত ও নাজমা পারভীন।
সভাপতির বক্তব্যে সিলেট স্টেশন ক্লাবের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ‘অনেক ত্যাগ, সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করেছি। যে ইতিহাস আমাদের সামনে নিয়ে আসতে হবে। আমাদের নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে। তাহলেই মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত হবে।’
এদিকে প্রথম দিনের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। এ সময় গীতি নৃত্যনাট্য ‘তুমি নেতা তুমি পিতা’ পরিবেশন করে পাঠশালা সিলেট, লোকগান পরিবেশন করেন গৌতম চক্রবর্তী, নৃত্য আলেখ্য ‘স্বাধীনতা তুমি’ পরিবেশন করে একাডেমি ফর মনিপুরী কালচার অ্যান্ড আর্টস (এমকা)। অনুষ্ঠানে বাউল গান পরিবেশনা করে ভারতের সংগঠন ফেরিওয়ালা। আজ শনিবার বিকেলে দ্বিতীয় ও শেষ দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain