অনুসন্ধান নিউজ :: আমেরিকার মিশিগান অংঙ্গরাজ্যের হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান ও সিলেট ইয়াং ষ্টারের উপদেষ্টা নাঈম চৌধুরী স্বদেশ আগমন উপলক্ষ্যে সিলেট ইয়াং ষ্টারের পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়।
মদিনা মার্কেটস্থ একটি অভিজাত
রেষ্টুরেন্ট এ রবিবার (১২ ডিসেম্বর) রাতে অনুষ্টিত হয়।
সিলেট ইয়াং ষ্টারের সভাপতি সৌরভ সোহেল এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক ছদরুল ইসলাম লোকমানের পরিচালনায় অনুষ্টিত অনুষ্টানে বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড এর কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ,ছাতক সমিতির সাবেক সাধারন সম্পাদক আফজাল হোসেন,উত্তর খুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীন,ছাতক সমিতির সাধারন সম্পাদক এডভোকেট আলা উদ্দীন,ছাতক ইয়াং ষ্টারের উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি আশরাফ চৌধুরী,সিলেট ইয়াং ষ্টারের সাবেক সভাপতি বাহারুল ইসলাম রিপন,সিলেট ইয়াং ষ্টারের সাধারন সম্পাদক মোঃরাসেল আহমদ,নওয়া গাঁও সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিকেতন দাশ,ডাঃটি এম ইমরান আহমদ,সমাজ সেবক ও প্রবীন ফুটবলার হাসিম আহমদ,শুদ্ববারতা ২৪.এর নির্বাহী সম্পাদক বিপ্র দাশ,ছাতক ইয়াং ষ্টারের সভাপতি মাষ্টার পংকজ দত্ত,গিয়াস চৌধুরী,মোজাহিদ আহমেদ,কামরান চৌধুরী ,শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট ইয়াং ষ্টারের সিনিয়র সহ সভাপতি অপরেশ দাশ অপু,সিলেট ইয়াং ষ্টারের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি রাগিব আহমদ রুহেল,যুগ্ম সম্পাদক ইমাম হাসান,সাংগঠনিক সম্পাদক সন্জয় কান্তি দাশ,ছাতক ইয়াং ষ্টারের সাধারন সম্পাদক উজ্জিবক সুজন তালুকদার,আলোর দিশারী সমাজ কল্যান সংস্থার সভাপতি মন্জুর আলম,সহ সাংগঠনিক সম্পাদক ইমরান খান রাজু,ইমরান আহমদ,আপ্যায়ন সম্পাদক নুরেশ আলী,ত্রান ও দুর্যোগ সম্পাদক লায়েক আহমদ,সদস্য নাজমুল ইসলাম আখল,মনির মিয়া,বাবুল আহমদ,রাসেল আহমদ,আব্দুল আহাদ,আনোয়ার হোসেন,মাসুক মিয়া প্রমুখ।
সংবর্ধিত অথিতি নাঈম চৌধুরী বলেন বিদেশে থাকলে ও দেশের জন্য মন কাঁদে এ জন্য দেশে চলে আসি, সিলেট ইয়াং ষ্টারের সকল সামাজিক কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রাখব এবং আমি আসা করি সিলেট ইয়াং ষ্টার আরও অনেক দুর এগিয়ে যাবে ।