শিরোনাম :
সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান মেধা অন্বেষণে জাফলংয়ে সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত পিঠা উৎসবে মুক্তাক্ষরের আবৃত্তি পরিবেশন বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ ক্লাব শাখা গঠন সিলেটে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতা গ্রেপ্তার বিভক্তি নয়, দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় জাতি ঐক্যবদ্ধ থাকবে-মুহাম্মদ ফখরুল ইসলাম জালালপুরে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন ও বইয়ের মোড়ক উন্মোচন মহানগর বিএনপির বিজয় র‌্যালিতে খন্দকার মুক্তাদির শ্রদ্ধা-ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন সিলেটের সর্বস্তরের মানুষ সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রীতি প্রমীলা ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবসে সিলেট বৌদ্ধ সমিতির শ্রদ্ধাজ্ঞলি

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ২৪৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মহান বিজয় দিবসে সিলেটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞলি নিবেদন করেন সিলেট বৌদ্ধ সমিতি, সিলেট ।

গতকাল (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেওয়ার দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ১৯৭১ এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দু’লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সেই হিসাবে বিজয়ের ৫০ বছর পূর্তির দিন আজ।

তাই মুক্তি পাগল বাংলার দামাল ছেলেরা স্বাধীনতার রক্ত সূর্যকে ছিনিয়ে আনবে বলে একদিন অস্ত্র কাঁধে তুলে নেয়। ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক, কামার, কুমার সবাই শরিক হয়ে থাকে এ লড়াইয়ে। যতই দিন অতিবাহিত হতে থাকে আরো শাণিত হয় প্রতিটি মুক্তিযোদ্ধার অস্ত্র। লক্ষ্যস্থির রেখে শত্রু হননে দৃঢ়তায় এগিয়ে যায় বীর বাঙালি। ইতোমধ্যেই বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রতি আন্তর্জাতিক সমর্থন স্পষ্ট হয়ে উঠে। প্রতিবেশী ভারতও জড়িয়ে পড়ে বাঙালির ভাগ্য যুদ্ধে। ডিসেম্বর শেষ পর্যায়ে এসে চূড়ান্ত রূপ নেয় এই যুদ্ধের।

অবশেষে নয় মাসের দুঃস্বপ্নের অবসান ঘটিয়ে বাঙালি জাতির জীবনে এলো নতুন প্রভাত। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সূচিত হল মুক্তিযুদ্ধের অনিবার্য বিজয়। এর মধ্য দিয়ে এলো হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা। বাঙালি জাতি এদিন অর্জন করে তার ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার। ত্রিশ লাখ শহীদের রক্ত আর দুই লাখ ধর্ষিতা মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা ধরা দেয় বাঙালির জীবনে। অর্জিত হয় চুড়ান্ত বিজয় তারই সুবাদে আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি আমরা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain