শিরোনাম :
৫ দফা দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা বরাবরে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগরের স্মারকলিপি শান্তিগঞ্জ জেবিবি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ৩১ দফা বাস্তবায়ন করতে ধানের শীষকে বিজয়ী করতে হবে : তামান্না ৭ দফা দাবীতে জাগপা সিলেট জেলা ও মহানগরের মানববন্ধন কর্মসূচি পালন বিয়েতে বেড়াতে এসে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু পিআর পদ্ধতি নির্বাচনের দাবীতে সিলেট ইসলামী আন্দোলনের মানববন্ধন সালুটিকর বাজারে বিএনপির গণসমাবেশে কাইয়ুম চৌধুরী অবশেষে সিলেটের স্বপ্নের সেই সেতু প্রকল্পটি বাতিল-কিনব্রিজের নিয়ে পরিকল্পনা ঢাকায় আন্দোলনরত শিক্ষকদেরকে নির্যাতনের প্রতিবাদসহ বিভিন্ন দাবীতে সিলেটে শিক্ষকদের মানববন্ধন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক দ্রুত সংস্কার করা না হলে সড়ক ভবন ঘেরাও করা হবে মানববন্ধনে-খান জামাল

বীর মুক্তিযোদ্ধাগণ আমাদের পরম শ্রদ্ধার পাত্র: ডা. আরমান আহমদ শিপলু

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ২০৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধাগণ জীবন বাজি রেখে সশস্ত্র মুক্তি সংগ্রামে অংশ নিয়েছিলেন। ৩০ লাখ শহীদের রক্ত আর ২ লাখ মা বোনের সম্ভমের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। বীর মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জীবন মান উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা অনেক কাজ করেছেন। বীর মুক্তিযোদ্ধাগণ আমাদের পরম শ্রদ্ধার পাত্র।

রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদে লুমিনাস সোশ্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগে মুক্তিযোদ্ধা সম্মাননা ও মুক্তিযুদ্ধের কথকতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে লুমিনাস সোশ্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয়।

সিলেট জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও মহানগর ডেপুটি কমান্ডার ও সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর ডেপুটি কমান্ডার মো: মানিক খান। স্বাগত বক্তব্য রাখেন লুমিনাস সোশ্যাল সার্ভিসের সভাপতি ফারজানা মাহজাবিন, সদস্য সামন্ত দেবনাথ, তানজিম আহমেদ রিয়াদ, প্রিয়ম রায়, বুশরা আলম, সৌরভ দত্ত জয়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মৃনাল কান্তি, বীর মুক্তিযোদ্ধা অমলেন্দু দাস, বীর মুক্তিযোদ্ধা সুধির সুত্রধর, বীর মুক্তিযোদ্ধা সুখময় সুত্রধর, বীর মুক্তিযোদ্ধা রজনী কান্ত, বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ক্ষিরধ মোহন দাস, বীর মুক্তিযোদ্ধা প্রিতেশ চন্দ্র, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আখমল আলী, বীর মুক্তিযোদ্ধা সুরুজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সনন জয়, বীর মুক্তিযোদ্ধা সঞ্জয় মোহন, বীর মুক্তিযোদ্ধা অমলেন্দু, বীর মুক্তিযোদ্ধা প্রিতি কুসুম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র, বীর মুক্তিযোদ্ধা আপ্তাব আহমদ, বীর মুক্তিযোদ্ধা হিরা মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain