জেলা মৎস্যজীবী লীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ২২৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সিলেট জেলার নবগঠিত আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সিলেট জেলার নেতৃবৃন্দ।

গতকাল সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেট জেলা পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে নগরীতে আনন্দ মিছিল বের করা হয়। আনন্দ মিছিলটি নগরীর প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণের পর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি শেষে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

সিলেট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি এম.এন নবী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাসের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার মিনু। নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি আরশ আলী, ফয়জুল ইসলাম আরিজ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আফাজ, নজরুল ইসলাম কাজল, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর।

এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিন সরকার, উসমান গনি, হাজী আনোয়ার হোসেন, নাজিম উদ্দিন কামরান, মোস্তাক আহমদ, জগদীশ মোহন রায়, আব্দুল্লাহ, ফারুক মিয়া, আব্দুল কাদির, আব্দুল বারি, সুমন আহমদ, লিটন আহমদ, ময়নুল হক, আমিরুল, সাজু, দিলু মিয়া, আবুল বাশার, কামাল আহমদ, আব্দু সত্তার, মতিউর রহমান, লয়লুছ, বশির আহমদ, ছালিক মিয়া, দেলোয়ার হোসেন, হারুন মিয়া, সেলিম মিয়া, মর্তুজ আলী নয়ন, মিজানুর রহমান মধু, মন্টু বিশ্বাস, এম.এ হাসিব, আব্দুল মছব্বির প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain