শিরোনাম :
৫ দফা দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা বরাবরে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগরের স্মারকলিপি শান্তিগঞ্জ জেবিবি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ৩১ দফা বাস্তবায়ন করতে ধানের শীষকে বিজয়ী করতে হবে : তামান্না ৭ দফা দাবীতে জাগপা সিলেট জেলা ও মহানগরের মানববন্ধন কর্মসূচি পালন বিয়েতে বেড়াতে এসে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু পিআর পদ্ধতি নির্বাচনের দাবীতে সিলেট ইসলামী আন্দোলনের মানববন্ধন সালুটিকর বাজারে বিএনপির গণসমাবেশে কাইয়ুম চৌধুরী অবশেষে সিলেটের স্বপ্নের সেই সেতু প্রকল্পটি বাতিল-কিনব্রিজের নিয়ে পরিকল্পনা ঢাকায় আন্দোলনরত শিক্ষকদেরকে নির্যাতনের প্রতিবাদসহ বিভিন্ন দাবীতে সিলেটে শিক্ষকদের মানববন্ধন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক দ্রুত সংস্কার করা না হলে সড়ক ভবন ঘেরাও করা হবে মানববন্ধনে-খান জামাল

আলিয়া মাদ্রাসায় শিবিরের সম্মেলনে পুলিশের হানা, আটক ৩

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২৫৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: এক সময়ে সিলেটের আলিয়া মাদ্রাসা ছিলো জামায়াত-শিবিরের আস্তানা। সেই আস্তানায় বসে দলীয় কার্যক্রম চালাতো জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে জামায়াত-শিবির নিয়ন্ত্রিত সেই আস্তানা ভেঙে দেয়া হয়। পূনরায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসাকে কেন্দ্র করে আবার তৎপর হয়।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে মাদ্রাসার পরিত্যক্ত পাঠাগার কক্ষে সিলেট জেলা পশ্চিম শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জামায়াত-শিবিরের দায়িত্বশীল অনেক নেতা উপস্থিত থেকে দলীয় কার্যক্রম গতিশীলসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছিলেন। এমন খবর পেয়ে বুধবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে অভিযান চালায় কোতোয়ালি থানার একদল পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি পেয়ে অর্ধশতাধিক নেতাকর্মী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ২ জন শিবির নেতাসহ ৩জনকে আটক করেছে পুলিশ। তাদেরকে নিয়ে আলিয়া মাদ্রাসায় অভিযান চালানো হচ্ছে। এসময় দুটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
আটককৃতরা হলেন, সিলেট শহরতলীর জালালাবাদ থানাধীন আটগাঁও গ্রামের আব্দুল গফুরের ছেলে আমিনুর রহমান, দক্ষিণ সুরমার সিলামের আসাদ মিয়ার ছেলে শাহার আহমদ তানভির আহমদ নামের আরও এক যুবককে আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী বলেন, সিলেট আলিয়া মাদ্রাসার পরিত্যক্ত পাঠাগারে কিভাবে শিবিরের নেতাকর্মীরা সম্মেলন করে সেবিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। সেই সাথে এসব বিষয়ে মাদ্রাসার প্রিন্সিপালসহ সংশ্লিষ্ট সবার সাথে পুলিশ কথা বলবে। এসময় পুলিশ ব্যানার, ডাইরি, আইডি কার্ড উদ্ধার করেছে।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট কোতোয়ালি থানার মোহাম্মদ আলী মাহমুদ। তিনি বলেন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ২ জন শিবির নেতাকে আটক করেছে। সেই সাথে সন্দেহজনক হিসেবে আরও এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। যতটুকু জেনেছি মাদ্রাসায় শিবিরের নেতাকর্মীদের নিয়ে সম্মেলন চলছিলো। পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain