অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনিবাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম বলেছেন, মাহা-ইমজা ক্রিকেট টুর্ণামেন্ট সিলেটের সাংবাদিকদের আনন্দ বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম।যেখানে সিলেটের সকল ক্রীড়ামোদী সাংবাদিকরা অংশগ্রহণের সুযোগ পায় ।একথায় এই টুর্ণামেন্টটি সাংবাদিকদের মিলনমেলায় পরিনত হয়।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর)বিকালে ইমজা মিলনায়তনে মাহা-ইমজা ক্রিকেট টুর্ণামেন্টের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এমন বিনোদনমুলক কর্মকান্ডে সাংবাদিকরা নিজেদের সম্পৃক্ত রাখা উচিৎ।এতে করে শরীর ও মন দুটোই উৎফুল্ল থাকে।আমি এই টুর্ণামেন্টের পৃষ্টপোষকতা করতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছি।
ইমজা সভাপতি বাপ্পা ঘোষ চেীধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আনিস রহমানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইমজার সাবেক সভাপতি ও ক্রীড়া পরিচালনা কমিটির আহবায়ক কামকামুর রাজ্জাক রুনু।এছাড়াও বক্তব্য রাখেন ইমজার সাবেক সভাপতি মঈনুল হক বুলবুল, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও সিনিয়র সহসভাপতি মঈন উদ্দিন মনজু,সাবেক সাধারণ সম্পাদক দেবাশিষ দেবু।অংশগ্রহণকারী দলসমুহের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের সিলেট ব্যুরো প্রধান শাহ দিদার আলম নোবেল।
এবারের প্রতিযোগীতায় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের নামে মোট ৮টি দল অংশগ্রহণ করছে।দলগুলো হলো চ্যানেল আই, এশিয়ান টিভি, নিউজ টুয়েন্টিফোর-সিলেট ভয়েস, বাংলাদেশ প্রতিদিন-সিলেটভিউ, ডিবিসি-সিলেটটুডে, দৈনিক শ্যামল সিলেট, দৈনিক শুভ প্রতিদিন, সিলেট প্রতিদিন টুয়েন্টিফোরডটকম।
এরপর অনাড়ম্বর পরিবেশে শুরু হয় প্লেয়ার ড্রাফট পর্ব।এ পর্ব পরিচালনা করেন ক্রীড়া পরিচালনা কমিটির আহবায়ক।সিলেটের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত মোট ৫৮ জন সাংবাদিক খেলোয়াড়কে ড্রাফটের মাধ্যমে টিম মালিকরা নিজ নিজ দলে অন্তর্ভূক্ত করেন।