অনুসন্ধান নিউজ :: সিসিকের প্রথম মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরান পরিবারের পক্ষ থেকে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক ভাবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ভাসমান শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
(২৮ ডিসেম্বর) সোমবার রাত ১০ টায় নগরীর কামরান চত্বর থেকে শুরু করে সুরমা মার্কেট পয়েন্ট, কোর্ট পয়েন্ট ও বন্দরবাজার এলাকায় ভাসমান শীতার্ত মানুষের মাঝে শীতের উপহার তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বদর উদ্দিন আহমদ কামরানের ছোট ভাই এনাম আহমদ, বড় ছেলে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, ছোট ছেলে ইমরান আহমদ আদনান, জামাতা কবির আহমদ, ভাতিজা আরাফাত আহমদ, ইমরান উদ্দিন, ছাত্রনেতা দেলোয়ার হোসেন দিলাল, উসমান গনি, তুষার আহমদ, হাফিজ ক্বারী আশরাফি প্রমুখ।