অনুসন্ধান নিউজ :: এসএসসিতে গোল্ডেন জিপিএ ৫ পেলেন হাওরের রাজধানী খ্যাত সুনামগঞ্জ জেলার প্রত্যন্ত হাওর এলাকা শাল্লা উপজেলার মেধাবী শিক্ষার্থী বিলাশ তালুকদার।বিলাশ ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান। গ্রামাঞ্চলের দুস্থ মানুষকে সেবা প্রদানে চিকিৎসকদের অনীহা দেখে সে চিকিৎসক হওয়াকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে অধ্যাবসায় করছেন।
বিলাশ তালুকদার সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের মুক্তারপুর গ্রামের জয়সেন তালুকদার ও আভা রানী তালুকদার দম্পতির সন্তান। এক ভাই ও একবোনের মধ্যে সে ছোট। এবছর শাহীদ আলী দ্বিমূখী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে সে জিপিএ ৫ পেয়েছে।
এর আগে পিএসসি, জেএসসিতে সে গোল্ডেন জিপিএ প্রাপ্ত শিক্ষার্থী। বিলাশ তালুকদার নিজেকে একজন ভালো, দক্ষ চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত করতে সকলের আশীর্বাদ কামনা করেছেন।