অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মোঃ ফখরুদ-দীন সম্পাদিত “শহরনামা”- ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি, চট্টগ্রাম নগরের ইতিহাস, চট্টগ্রাম শহরের ইতিহাস, লোকসাহিত্য, শিক্ষা-উন্নয়ন, চট্টগ্রাম নগরের কালপঞ্জি, আদর্শ গ্রাম, ধর্ম, সভ্যতা, মানুষ ও মনীষীদের জীবন সম্পর্কিত প্রবন্ধের একটি বিশেষ সংকলন। বিশেষ এই সংকলন শহরনামা’র পাঠ উম্মোচন অনুষ্ঠান গতকাল রাতে নগরীর চকবাজারের একটি রেস্তোরায় অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সংগঠক, লেখক, প্রাবন্ধিক, মানবতাবাদী, লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠ উম্মোচন করেন।
বিশিষ্ট ইতিহাসবিদ, শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস কুতুবী এতে সভাপতিত্ব করেন। আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী রাহুল বড়ুয়া, প্রাবন্ধিক সোহেল তাজ, লেখক নাজমুল হক শামীম, “শহরনামা”র সম্পাদক ইতিহাস গবেষক সোহেল মো. ফখরুদ-দীন প্রমূখ। “শহরনামা”র পাঠ উম্মোচন করে প্রধান অতিথি লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া বলেছেন আমাদের নব প্রজন্মকে প্রাচীন ইতিহাস চর্চায় উদ্বুদ্ধ করতে “শহরনামা” গ্রন্থটি বিশেষ ভূমিকা রাখবে। এই গ্রন্থটিতে ৯৭ জন বিশিষ্ট লেখক গবেষকের ইতিহাস সংশ্লিষ্ট প্রবন্ধ এতে স্থান পেয়েছে। এই বইটি পাঠ করে প্রাচীন চট্টগ্রামের কালপঞ্জি, চট্টগ্রামের প্রাচীন প্রত্নসম্পদ, নদ-নদী, পাহাড়া-পর্বত, মানুষ বসতি সহ ইতিহাস বিষয়ে আরো অনেক অজানা তথ্য বর্তমান প্রজন্ম জানতে পারবে।