শিরোনাম :
ভোটাধিকার প্রতিষ্ঠায় মজলুম জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে : এমরান চৌধুরী সিটি ফাউন্ডেশনের সৌজন্যে সাবেক শিক্ষার্থীদের মধ্যকার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন মিটার পাঠক ও বিতরণকারী ঐক্য পরিষদের সংবর্ধনা সিলেটে পাথর কোয়ারী বন্ধে কর্মহীন লাখো শ্রমিক-সারাদিন ঘুরওে মিলছে না বিকল্প কর্মক্ষেত্র সিলেট-সুনামগঞ্জ সড়কে ঝরল বৃদ্ধার প্রাণ স্কলার্সহোম প্রিপারেটরি স্কুলের অভিভাবক মতবিনিময় সভা চিটাগাং কর্ণফুলী এলিট লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন সিলেটে ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি সন্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন সিলেট মহানগর দক্ষিণ সুরমা থানা জামায়াতের কর্মী সমাবেশ বিজিবি’র অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

সিলেটে মামলাজট নিরসনে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে : মহানগর দায়রা জজ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১৯২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর দায়রা জজ আদালতের ২০২১-এর ২য় অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলনকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মহানগর দায়রা জজ আদালতের উদ্যোগে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন সিলেট মহানগর দায়রা জজ মো. আব্দুর রহিম।
সভাপতির বক্তব্যকালে তিনি বলেন, মামলা নিষ্পত্তি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করার লক্ষ্যে বিচারাধীন মামলাসমূহে বিশেষতঃ দীর্ঘদিন বিচারাধীন মামলাসমূহে অগ্রাধিকার ভিত্তিতে সাক্ষী হাজির করতে হবে। সংশ্লিষ্টরা এ ব্যাপারে জোর পদক্ষেপ গ্রহণ করবেন।

তিনি আদালতে কর্মরত বিজ্ঞ বিচারকগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণকে মামলাজট নিরসনে পূর্ণ কর্মঘন্টার সদ্ব্যবহার করার জন্য তাগিদ প্রদান করেন।

সম্মেলনে উপস্থিত সিনিয়র জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান তাঁর বক্তব্যে বিচার সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে সমন্বয়ের মাধ্যমে মামলা নিষ্পত্তি বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন।
সিলেট যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ দিদার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম, অতিরিক্ত মহানগর দায়রা জজ মমিনুন নেসা, যুগ্ম মহানগর দায়রা জজ এইচ.এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল মোমেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুমন ভূঁইয়া, মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর নওসাদ আহমদ চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ফজলুল হক সেলিম, সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মো. রেজাউল করিম, সিলেট মেট্রোপলিট পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের ও সিলেট চিফ মেট্রোপলিটন আদালতের এসিন্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর বিপ্লব কান্তি দে মাধব।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিলেট সিভিল সার্জনের প্রতিনিধি ডা. স্নিগ্ধা তালুকদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় সিলেটের উপ-পরিচালক মলয় ভূষণ চক্রবর্তী, দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয় সিলেটের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন, সাংবাদিক আব্দুর রশিদ রেনু, সিলেট এসএমপি কোর্ট পরিদর্শক মো. জিয়াউর রহমান ও মুহিদুর রহমান খাঁন।

সম্মেলনে মহানগর দায়রা জজশিপ ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির মামলা নিষ্পত্তির অর্ধ-বার্ষিক বিবরণী উপস্থাপন করেন যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ দিদার হোসাইন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী ও পবিত্র গীতাপাঠ করেন আদালতের কর্মচারী অমিত দাস।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain