২০নং ওয়ার্ডে মিঠু তালুকদারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১৪৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর ২০নং ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে মিঠু তালুকদার এর উদ্যোগে, ছাত্র ও যুব সমাজ ২০নং ওয়ার্ডের আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে নগরীর শিবগঞ্জস্থ সৈয়দ হাতিস আলী উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মাঝে প্রায় ১৫০০ কম্বল বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

তরুণ সমাজ সেবক ও ব্যবসায়ী মিঠু তালুকদার এর সভাপতিত্বে ও সজুন আচ্যার্য্য শ্রাবন এবং আফজাল হোসেন মান্নার যৌথ পরিচালনা প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ এলাইছ মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, টুলটিকর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিরেশ দাস, মহিলা কাউন্সিলর নাজমিন আক্তার কনা, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শফিউল্লাহ, মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নারগিস সুলতানা রুমি, ২০নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্ষমা রাণী দে প্রমুখ।

শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, আমাদের প্রত্যেককেই যার যার নিজ অবস্থান সমাজের অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। আজকে তরুণ সমাজ সেবক ও ব্যবসায়ী মিঠু তালুকদার অসহায় মানুষের শীতবস্ত্র বিতরণ করেছেন তা একটি মহতি উদ্যোগ। বক্তারা তার মতো সমাজের সবাইকে শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain