ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দোয়া মাহফিল

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ১৪০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা ও ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ৬নং ওয়ার্ড শাখার অফিস উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত ২১ জানুয়ারি শুক্রবার বিকেলে নগরীর চৌখীদেখিস্থ শহীদ মিয়ার গেরেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
সংগঠনের ৬নং ওয়ার্ড শাখার সভাপতি শহীদ বকস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ সারওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসতাক আলী, শ্রমিক নেতা রায়হান আলী, আব্দুজ জব্বার, ফরিদ মিয়া, লাল মিয়া, তারিফ আলী প্রমুখ। এছাড়াও সংগঠনের সিলেট মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার আদায় ও রক্ষায় তৃনমুল পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শুধু দুনিয়ার লাভ আর স্বার্থের পেছনে আমাদের দৌড়ালে চলবেনা, রুজি-রোজগার, আয়-উন্নতির পাশাপাশি আখেরাতের কল্যাণে সবাইকে আল্লাহর হুকুম মেনে নামাজ আদায় ও সঠিক পথে চলতে হবে।
বক্তারা শ্রমিকদের কল্যাণমুলক কাজে ও ন্যায্য অধিকার আদায়ে নিজ নিজ অবস্থান থেকে অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain