অনুসন্ধান নিউজ :: টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য- এই শ্লোগানকে সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের লেকসাইড থেকে শুরু হয় শোভাযাত্রা। নারী সহকর্মীদের সাথে নিয়ে শোভাযাত্রাটির নেতৃত্ব দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। শোভাযাত্রাটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তফা সামছুজ্জামান, নবনির্বাচিত দুই সিন্ডিকেট সদস্য প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা, প্রফেসর ড. এ এফ এম সাইফুল ইসলাম, ডিনবৃন্দ ও দপ্তর প্রধানবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
শোভাযাত্রা শেষে একটি বিশাল কেক কাটা হয়। কেক কাটার আগে সংক্ষিপ্ত সমাবেশে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার বলেন, ‘ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে নারীদের ভূমিকা অপরিহার্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, শোষণ-বঞ্চনা ও দুর্নীতিমুক্ত একটি উন্নত-সমৃদ্ধ-আধুনিক রাষ্ট্র গাড়ে তুলে কাজ করে যাচ্ছেন সেখানেও নারীরা তাদের কর্মদক্ষতার স্বাক্ষর রেখে যাচ্ছেন। একজন নারীকে শুধু নারী মনে করে নয়, বরং মানুষ মনে করে সুবিধা দেওয়া উচিত। নারীর বিষয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন।’