শিরোনাম :
বিজিবি অভিযানে ১কোটি ২১ লক্ষ টাকার চোরাচালান জব্দ গোয়াইনঘাটে প্রত্যাশা কিন্ডার গার্টেন’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন বিএনপি নেতা তারেক কালামের জানাযায় মানুষের ঢল বিজিবি-বিএসএফ সম্মেলনে ১২ বিষয়ে আলোচনার সিদ্ধান্ত অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ভিসা আবেদনের নতুন প্রক্রিয়া চালু করছে মার্কিন দূতাবাস ব্যাপক সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে কমিশন সিলেট বিমানবন্দরে যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে সংবর্ধনা ৩১ দফা হলো জাতীয় রূপরেখা গঠনের নতুন দিগন্ত: সাহেদ আহমদ মিরাবাজারে কোতোয়ালী পূর্ব জামায়াতের শীতবস্ত্র বিতরণ

বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতি সিলেট বিভাগ কর্তৃক সংবর্ধনা

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১৪৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম-কে বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতি সিলেট বিভাগ কর্তৃক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১২ মার্চ) শনিবার বাদ মাগরিব দরগা গেইট হোটেল স্টার প্যাসিফিকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সমিতির সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী একেএম জসীম উদ্দিন ভূঁইয়া সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. সাজিদুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি প্রফেসর কাজী আতাউর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সম্মাণিত উপদেষ্টা ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মো শহীদ উল্লাহ তালুকদার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. মো জামাল উদ্দিন ভূঞা, জালালাবাদ গ্যাস সিলেটের প্রাক্তন জি. এম. আব্দুল হক।
এসময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা প্রফেসর ড. মো. মোহন মিয়া, সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা প্রফেসর ড. মো. শাহ জাহান মজুমদার, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম সৈয়দ শোয়েবুর রহমান, জালালাবাদ গ্যাস সিলেট এর জি. এম (অপারেশন) প্রকৌশলী এ বি এম শরীফ, সমিতির সহ-সভাপতি প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, ড. মোহাম্মদ আবু জাফর বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম, মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক মো. মহসিন ভূঁইয়া, সহ-দপ্তর সম্পাদক মো. জাকির হোসেন মুন্সি, প্রচার সম্পাদক গাজী মোহাম্মদ জহিরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মো. খাইরুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক প্রকৌশলী মো. আব্দুল হক মিয়াজী, সহ-সমাজ কল্যাণ সম্পাদক জনাব মো. আবু তাহের পাটোয়ারী নির্বাহী সদস্য প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল, শ্যামল কুমার সাহা, একেএম মোজাম্মেল হক (আজাদ), প্রকৌশলী আবুল হাসনাত, মো. নাসির আহমেদ, ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
সংবর্ধিত অতিথি বক্তব্যে দেশের প্রতিথযশা কৃষি অর্থনীতিবিদ বাংলাদেশের উন্নয়নে রূপকল্প ২০২০-২০২১ সফলভাবে বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাছিনার ভুয়সী প্রশংসা করেন। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী ঘােষিত রূপকল্প ২০৪১ বাস্তবায়নে জননেত্রী শেখ হাছিনার হাতকে শক্তিশালী করার জন্য বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতি, সিলেট বিভাগের সকলকে স্ব-স্ব অবস্থান থেকে অবদান রাখার জন্য আহবান জানান। তিনি বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতি, সিলেট বিভাগের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সর্বদা সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain