অনুসন্ধান নিউজ :: ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দক্ষিণ সুরমা উপজেলার ১নং মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অফিস সুপার মঈনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানের শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সুত্রধর, মোল্লারগাঁও ইউপি নবনির্বাচিত চেয়ারম্যান মামুন খাঁন, মেম্বার পক্ষে নবনির্বাচিত ৯নং ওয়ার্ডের মেম্বার মকব্বির আলী, ২নং ওয়ার্ডের মেম্বার মুর্শেদ খান, ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার সুজা চৌধুরী।
মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।
শপথ গ্রহণকারীরা হচ্ছেন ১নং মোল্লার গাঁও ইউনিয়নের নবনির্বাচিত মেম্বার যথাক্রমে সাহেদ আহমদ (১নং ওয়ার্ড), মুর্শেদ খান (২নং ওয়ার্ড), জাকির হোসেন(৩নং ওয়ার্ড), জাকারিয়া আহমদ( ৪নং ওয়ার্ড), মামুন আহমদ (৫নং ওয়ার্ড), বেলাল আহমদ (৬নং ওয়ার্ড), আ.ন.ম. আইয়ুবুর রহমান (৭নং ওয়ার্ড), সামছুল ইসলাম লিলন (৮নং ওয়ার্ড), মকব্বির আলী (৯নং ওয়ার্ড), বকুল বেগম (১,২,৩নং ওয়ার্ড সংরক্ষিত), হাসি রাণী মালাকার (৪, ৫, ৬নং ওয়ার্ড সংরক্ষিত) লিপি বেগম (৭, ৮, ৯নং ওয়ার্ড সংরক্ষিত)।
উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার শপথ বক্তব্য পাঠ করানোর পরে বলেন, এলাকার গণজন আপনাদেরকে যে আশা নিয়ে নির্বাচিত করেছেন, আপনার জনগণের আশা-আকাঙ্খ পূরণে আন্তরিকতার সাথে কাজ করবে। আপনার স্থানীয় সরকারের তৃণমূল পর্যায়ের প্রতিনিধি আপনাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দেশ এগিয়ে যাবে। বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজকে বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাথে কাজ করার আহবান জানান।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং মোল্লার গাঁও ইউনিয়নের মুরব্বিয়ান, যুব সমাজ সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারিতে ওই ইউনিয়নে ইউপি নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি