গোয়াইনঘাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ১৩২ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বীর মুক্তিযোদ্ধা এবং শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, গোয়াইনঘাট থানা, গোয়াইনঘাট প্রেসক্লাব, যুবলীগ, ছাত্রলীগসহ রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। সকাল সাড়ে ১০টায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমানের নেতৃত্বে শিশু সমাবেশ ও আনন্দ র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, থানার ওসি (তদন্ত) ওমর ফারুক মোড়ল, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হক, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য সুভাস দাস, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি মিনহাজ উদ্দিন, দপ্তর সম্পাদক রফিক সরকার, সাবেক সভাপতি মনজুর আহমদ, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আলী হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামাল আহমদ ও সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রমুখ। অপর দিকে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু’র উদ্যোগ আমির মিয়া স্কুল এন্ড কলেজ মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া, কেক কাটার ও মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে এক আলোচনা সভার আয়োজন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা ও মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুশান্ত দাশ, আমির মিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান, সাবেক উপজেলা কমান্ডার খাইরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব কামরুজ্জামান,সহ বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ময় মুরুব্বিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain