অনুসন্ধান নিউজ :: সাবেক ছাত্রনেতা, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সালেহ মোহাম্মদ তাহের এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে গত ২১শে মার্চ রাত আনুমানিক সোয়া দশটার দিকে সাবেক কাউন্সিলর আবু নসর বকুল এর জানাজা ও দাফন শেষে বাড়ি ফিরা পথে নয়াসড়ক মানিক পীর রোডেস্থ এই হামলা ঘটনা ঘটেছে।
এসময় আহত আবু সালেহ মোহাম্মদ তাহের বলেন, আমি কাউন্সিলর আবু নসর বকুল নিজ এলাকায় জানাজায় তাকা কালিন সময় আামার ফোনে একটি অপরিচিত এয়ার টেল নাম্বার থেকে পরপর ৩ বার কল আসায় তিনি তা রিসিভ করেনী, দাফন সম্পন্ন পর মোবাইলের দিকে লক্ষ্য করলে উনি দেখতে পান একটি নাম্বার থেকে কয়েকটি ফোন, সাথে সাথে ঐ নাম্বারে ফোন ব্যাক করলে ফোনের ওপাশ থেকে একজন ব্যক্তি বলে উঠেন আমরা আপনার সামাজিক সংগঠন হেল্পিং হ্যান্ডস সিলেটে কিছু ডোনেট করতে চাই, এ পাশ থেকে আমি বলে ওঠেন আমাদের কয়েক জনের নামে বিকাশ অ্যাকাউন্ট আছে আপনারা ওই নম্বরে বিকাশ করতে পারেন, পরবর্তীতে ওই পাশ থেকে ওই লোকটি বলে উঠেন আমরা আপনার সাথে আলাপ করে একটি বড় ধরনের প্রোগ্রাম রাখতে চাই, ঐ ব্যাক্তিরা বলেন চলে আসুন মানিকপীর সড়ক এলাকায় আমরা আছি। তখন আমি মানিকপীর সড়ক মানিকপীরে টিলায় আসামাত্র সন্ত্রাসীরা দা হকিস্টিক, চাইনিজ, কুড়াল নিয়ে আমার ওপর সন্ত্রাসী হামলায় চালায়, মাথা লক্ষ্য করে সন্ত্রাসীরা দা দিয়ে কুপ দেয়,একের অধিক সন্ত্রাসী থাকার কারণে তাহের এদের সাথে পেরে ওঠেন নাই, উনি আহত হওয়ার পর সন্ত্রাসীরা তাকে ওই জায়গাতে ফেলে রেখে চলে যায় পরবর্তীতে দুই এক জন সহযোগিতায় তাকে ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়া হয়, বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছে।
সাথে সাথে খবর পেয়ে তাহার রাজনৈতিক সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ তাহার খোঁজখবর নিতে মেডিকেলে ছুটে যান, তার শারিরীক এই অবস্থা দেখে নেতাকর্মীরা ক্ষোভে ফুঁসে ওঠেন, সাথে সাথে সন্ত্রাসীদের গ্রেফতারের প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ ওসমানী মেডিকেলের ইয়ায় বিক্ষোভ মিছিল করেন মিছিলে নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল , জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, নেতৃবৃন্দ বলেন স্বেচ্ছাসেবক দল নেতা তাহেরের উপর বর্বরোচিত এই ন্যাক্কারজনক হামলা মেনে নেওয়া যায় না সকাল হলেই অর্থাৎ আজ স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে বসে কঠোর থেকে কঠোর কর্মসূচি প্রদান করা হবে।