শিরোনাম :
ইসলামী ব্যাংক ইন্সটিটিউট অব টেকনোলজি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান সিলেটের দক্ষিণ রনিখাই ইউপি চেয়ারম্যান গ্রেফতার কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহবায়ক হলেন ফয়েজ আহমেদ দৌলত সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটারে ভোগান্তির শেষ নেই আশা’র শিক্ষা কর্মসূচীর অভিভাবক মতবিনিময় সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন ভোটাধিকার প্রতিষ্ঠায় মজলুম জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে : এমরান চৌধুরী সিটি ফাউন্ডেশনের সৌজন্যে সাবেক শিক্ষার্থীদের মধ্যকার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন মিটার পাঠক ও বিতরণকারী ঐক্য পরিষদের সংবর্ধনা

স্বাধীনতা দিবস উপলক্ষে ৯৭-৯৯ সিলেট চাপ্টারের উদ্যোগে ইন্ডিপেনডেন্স কাপ এর শুভ উদ্বোধন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ১৭৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৯৭-৯৯ সিলেট চাপ্টার উদ্যোগে ইন্ডিপেনডেন্স কাপ-২০২২ শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) সকাল ১১টায় নগরীর বালুচর কিংস ফুটসাল ইনডোরে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেট্রাপলিটন পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু।
প্রধান অতিথি বক্তব্যে মোঃ নিশারুল আরিফ বলেন, তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও একজন ক্রীড়ামোদী। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেছেন, ‘আমরা খেলাধুলাকে বেশি গুরুত্ব দিচ্ছি এজন্য যে, তরুণ প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে ততটাই তাদের মনমানসিকতা আরো ভালো হবে। শারীরিকভাবে সুস্থ হবে এবং নিজেদের আরও বেশি তৈরি করতে পারবে।’
৯৭-৯৯ চাপ্টারের শিক্ষার্থী মো. আহবাবুল করিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মুনতাসির সানিয়াত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৯৭-৯৯ চাপ্টারের আহ্বায়ক তানিম মাহমুদ, সদস্য সচিব কাওসার জামাল, সদস্য সারওয়ার আলম শাকিল, কবির আহমদ, শুভ মেহেদি, রাসেল হাসান, জাফর চৌধুরী, রাসেল আহমদ, জাবেদ সুফিয়ান, নার্গিস সুলতানা রুমি, ফরহাদ খান, ইমদাদ হোসেন রিপন, দেলওয়ার হোসেন রানা, হাসান আহমদ, নাজিম উদ্দিন সাহান, রুবেল আহমদ নান্নু, সামসুল ইসলাম, আবদুল করিম, রুহেল আহমদ, উপদেষ্টা পরিষদের সদস্য মো. নাজিম উদ্দিন পান্না, লিমন, লোবনা চৌধুরী, মো. শাহাব উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এহতেসাম হাসান লায়েক। পরে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পাঠ করে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ও স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পায়রা ও বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট মেট্রাপলিটন পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ। উক্ত টুর্নামেন্টে দেশের বিভিন্ন স্থান থেকে ৯৭-৯৯ চাপ্টারের শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দদের সম্মাননা স্মারক তুলে দেন ৯৭-৯৯ চাপ্টারের শিক্ষার্থীবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain