অনুসন্ধান নিউজ :: আসন্ন মাহে রমযান উপলক্ষে জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর দায়িত্বশীলদের এক বৈঠক গতকাল ২৭ মার্চ রোববার বাদ ফজর তালতলা জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব এর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক মাছুম আহমদের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া বৈঠকে মহানগরীর সকল দায়িত্বশীল ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারীগণ উপস্থিত ছিলেন।
বৈঠকে সিলেট জেলার জন্য, ইসলামি ফাউন্ডেশন সিলেট ও সিলেটের প্রতিনিধিত্বশীল উলামায়ে কেরামের সমন্বয়ে প্রকাশিত মাহে রমযানের সাহরি ও ইফতারের সময়সূচির ক্যালেন্ডার দায়িত্বশীলদের কাছে হস্তান্তর করা হয়।
সভায় আসন্ন পবিত্র মাহে রমযান উপলক্ষ্যে নগরীর সকল মসজিদে বয়স্ক কুরআন শিক্ষার ব্যবস্থা, ঈদ উৎসব ভাতা অব্যাহত রাখার জন্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের সাথে বৈঠক করা, সিলেট শহর ও শহরতলীর জন্য ফিতরার পরিমাণ নির্ধারণ বিষয়ক সেমিনার করার সিদ্ধান্ত গৃহীত হয়।
শাখা সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলামের পরিচালনায় সভায় বক্তারা আসন্ন মাহে রমযানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা সকল হোটেল রেস্তোরা বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। অস্বাভাবিক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য প্রশাসন, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলকে উদাত্ত আহ্বান জানান বক্তারা। বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী খ্যাত সিলেট নগরীকে সব রকমের পাপচার, মাদক ও নারী-পুরুষের অবাদ বিচরণ রোধ কল্পে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
সিলেট নগরীর যে সকল ইমাম সাহেবগণ বয়স্ক কুরআন শিক্ষার কেন্দ্র নিতে আগ্রহী, তারা স্ব স্ব ওয়ার্ডের সভাপতি/ সেক্রেটারীর মাধ্যমে ফরম সংগ্রহ করে আগামী ৩১ মার্চ এর মধ্যে মহানগর শাখার দায়িত্বশীদের কাছে জমা দেয়ার আহবান জানান। বিজ্ঞপ্তি