ছাতকে ধর্ষণের শিকার কিশোরী, অভিযুক্ত আব্দুল কাদির গ্রেফতার

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ১৪১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ছাতকে কাজের মেয়েকে ভয় দেখিয়ে ১৩ বছর বয়সী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। গত ১ মার্চ ২০২২ ইংরেজী রাতে ছাতক আসদ নগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষক আব্দুল কাদির (৬০) কে আটক করেছে পুলিশ। সে সুনামগঞ্জ জেলার ছাতক থানার নোয়ারাই ইউনিয়নের আসদ নগর গ্রামের মৃত্য ইছহাক আলী পুত্র। তার মুল বাড়ী ছাতক থানার নোয়ারাই ইউনিয়নের আসদ নগর গ্রামের ।

অভিযোগ সূত্রে জানা যায়, এবং ভিকটিমের মা বলেন, আমাদের একই গ্রামের বাসিতা, আসামী আব্দুল কাদির, তাই আমরা মেয়েকে তাহার বাড়িতে থাকিয়া কাজের জন্য দেওয়া হয়। কিন্তুক ৩ মাস পূর্ব থেকে বিভিন্ন সময় বিবাদী লম্পট আব্দুল কাদির আমার নাবালিকা মেয়েকে বিভিন্ন ভয়ভীতি দেখাইয়া বিবাদীর ঘরের ভিতরে আমার মেয়ের কক্ষে আসিয়া দরজা বন্ধ করে ইচ্ছার বিরুদ্ধে থাকে জোরপূর্বক ধর্ষণ করে লম্পট আব্দুল কাদির ।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গত ২১-০৩-২২ইংরেজী তারিখে ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-১৩) জিআর-৫৮/ ২০২২ দায়ের করেন।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ছাতক আসদ নগর গ্রাম থেকে আব্দুল কাদিরকে আটক করেন। ছাতক থানার অফিসার ইনচার্জ জানান, ধর্ষক আব্দুল কাদিরকে আটক করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা নেয়া হয়েছে। তিনি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গত ২২ মার্চ ছাতক থানা হইতে কোর্টে আসামী প্রেরণ করা হয়েছে। বর্তমানে তাকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

 

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain