শিরোনাম :
ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমরান চৌধুরী হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের, আহত ২৫ পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের কাছে দোকান মালিক ব্যবসায়ী সমিতির স্মারকলিপি গোয়াইনঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত নাগরিক পরিসর, ভৌত ও ডিজিটাল নিরাপত্তা এবং অপতথ্য মোকাবেলা’ শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা-মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু ২৩৭ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা খন্দকার মুক্তাদির এমপি নির্বাচিত হলে প্রথমে সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়নে কাজ করবেন : কয়েস লোদী সিলেটের ১৯ আসনের ১৪ টিতে একক প্রার্থী বাছাই বিএনপির, কারা পেলেন মনোনয়ন? সিলেটে যেভাবে নিষ্ক্রিয় করা হলো সীমান্ত থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ সিলেটে জেএসডির মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ১৯২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সিলেট এর উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও জাতীয় সরকারের দাবি জানিয়েছেন বক্তারা।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেল ৪টায় নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জেএসডির উদ্যোগে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ও জাতীয় সরকারের দাবিতে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা উপরোক্ত দাবি জানান।
জেএসডির সাবেক সভাপতি বিশিষ্ট চা-কর অধ্যাপক মোহাম্মদ শফিক এর সভাপতিত্বে ও যুক্তরাজ্য জেএসডির সাধারণ সম্পাদক চৌধুরী শাহেদ কামাল টিটোর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেএসডির কেন্দ্রীয় সহ-সভাপতি আহসান উদ্দিন চৌধুরী সুইট, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম জামান চৌধুরী, কেন্দ্রীয় ক্ষুদ্র সত্ত্বা বিষয়ক সম্পাদিকা বেবী দেবী, জেএসডি নেতা চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, নেওয়াজ খান, ইসমাঈল আলী প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা আরো বলেন, অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে মানুষের ভোগান্তির শেষ নেই। অবিলম্বে বাজার সিন্ডিকেট ভেঙ্গে দিতে না পারলে মানুষের জীবনযাত্রা চরম আকার ধারণ করবে। আসন্ন মাহে রমজানে সাধারণ মানুষের কথা বিবেচনা করে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
বক্তারা জাতীয় সরকার প্রতিষ্ঠিত করে সর্বদলীয় সরকার গঠন করে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা দূর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার উপর জোর দাবি জানান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain