অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় ৩ দিনব্যাপী ইফতার ও সেহেরি নাইট এর উদ্বোধন করা হয়েছে। (২১ এপ্রিল) বৃহস্পতিবার বিকাল ৩টায় খানস্ প্যালেস কনভেনশনে ফিতা কেটে এই ইফতার ও সেহরি নাইট এর উদ্বোধন করেন অতিথিবৃন্দ। ২১,২২,২৩ এপ্রিল দুপুর ১২ টা থেকে রাত ৪টা পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু ক্ষুদ্র কুটির শিল্পকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। বঙ্গবন্ধুর নীতিকে অনুসরণ করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী উদ্যোক্তাদের উন্নয়ন করে যাচ্ছেন, পাশাপাশি শিল্প গড়ে তোলা ও প্রসারে কাজ করে যাচ্ছেন তিনি। সারা দেশে যাতে শিল্পায়ন হয় সে ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের লক্ষ্য দেশকে দারিদ্র্যমুক্ত করা। ক্ষুদ্র শিল্পের মাধ্যমে দেশের নারী সমাজ যাতে স্বনির্ভর হতে পারে সে ব্যবস্থা সরকার করে যাচ্ছে। কাজেই আমরা নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়াসহ ক্ষুদ্র, মাঝারি শিল্পোদ্যোক্তা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের এই সমাজকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে নারী-পুরুষ নির্বিশেষে সকলে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। যে কারণে দেশ স্বাধীন হওয়ার পরই এ দেশে নারীশিক্ষা বাধ্যতামূলক ও অবৈতনিক করে দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিথ ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট চেম্বারের সাবেক প্রশাসক আসাদ উদ্দিন আহমদ, সিলেটের জিপি এডভোকেট মো: রাজউদ্দিন, সিলেটের পিপি এডভোকেট নিজাম উদ্দিন, সিলেট চেম্বারের সাবেক সভাপতি এ টি এম শোয়েব, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, কাউন্সিলর কয়েস লোদী, ইমজা সভাপতি মইনউদ্দিন মঞ্জু, সিলেট জেলা পরিষদের সদস্য শামীম আহমদ, সিলেট চেম্বারের পরিচালক নজরুল ইসলাম বাবুল, পরিচালক হুমায়ুন আহমদ, পরিচালক দেবাংশ মিটূ, শান্ত দেব, সালাউদ্দিন বাবলু, মহানগর তাতীলীগ সম্পাদক শেখ বুলবুল, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সম্পাদক আব্দুল আলিম তুষার, আয়োজক ইফতি সিদ্দিকী, নাজিয়া চৌধুরী, নাফিস শামস তিয়াস প্রমুখ। বিজ্ঞপ্তি