অনুসন্ধান নিউজ :: রোটারি ক্লাব অব সিলেট প্রাইড এবং জাস্ট হেল্প ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় গরিব মানুষের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান গতকাল ২৯ এপ্রিল শুক্রবার গোয়াইনঘাটের সীমারবাজারস্থ জাস্ট হেল্প সিলেট প্রাইড রোটারী আই হসপিটালে অনুষ্ঠিত হয়।
রোটারি ক্লাব অব সিলেট প্রাইড এর প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ মুবিন আহমদের সভাপতিত্বে ঈদ সামাগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আই হসপিটালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রোটারিয়ান পিপি ফেরদৌস আলম, জাস্ট হেল্প ফাউন্ডেশন সিলেটের সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ বক্ত মজুমদার (বিরু), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ শহিদুল ইসলাম দুলাল, রোটারিয়ান পলাশ চক্রবর্তী, এলাকার মুরব্বি মোঃ রাশিদ আলী প্রমুখ।
ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন জাস্ট হেল্প ফাউন্ডেশন এর চেয়ারম্যান মিজানুর রহমান।
অনুষ্ঠানে শতাধিক গরিব অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন রোটারিয়ান মুবিন আহমদ সহ ক্লাব নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি