অনুসন্ধান নিউজ :: গত রবিবার দিবাগত রাতে সিলেট নগরের হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হওয়ায় সহমর্মিতা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মখন মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আহাদ।
নেতৃবৃন্দ এক বিবৃতিতে তাৎক্ষণিকভাবে সরকারের পক্ষ থেকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীবৃন্দকে আর্থিক সহযোগিতা করার কথা ঘোষণা করায় মন্ত্রী মহোদয়কে অভিনন্দন জানানো হয় এবং আগুনের সূত্রপাত উদঘাটনে সুষ্ঠু তদন্ত করারও দাবি জানান।
বিবৃতিদাতা অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ হলেন- আতিকুর রহমান আতিক, মুফতি নেহাল উদ্দিন, শাহ আহমেদুর রব, লুতফুর রহমান লিলু, সোহেল আহমেদ জাহেল, আলেক মিয়া, আতিকুর রহমান প্রমুখ। -বিজ্ঞপ্তি