শিরোনাম :
সিলেটে উড়ানো বেলুন গিয়ে পড়ল ভারতে, ব্যাপক আতঙ্ক জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য র‌্যালী সিলেটের তিন জেলায় জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান, আসবেন আগের রাতেই সিলেটে সিএনজি অটোরিক্সায় ছিনতাই, গ্রেপ্তার ৩ জাফলংয়ে পেলুটারের চাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হোন: এম এ মালিক দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে শহীদ জিয়া ও বেগম জিয়ার দূরদর্শী অবদান অবিস্মরণীয়: খন্দকার মুক্তাদির নতুন প্রজন্মের কাছেও জবাবদিহি করতে হবে-গোয়াইনঘাটে আরিফুল হক চৌধুরী ভার্থখলা মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের কার্যক্রমের পুরস্কার বিতরণ সিলেটে ফয়েজ উদ্দীন লোদী মেধাবৃত্তি ও সনদপত্র বিতরন

এমসি কলেজে ধর্ষণ ও ছিনতাই: একসাথে দুই মামলারই বিচার শুরু

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১১ মে, ২০২২
  • ২৩১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের সময়ে চাঁদাবাজি ও ছিনতাইয়ের মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।

বুধবার দুপুরে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহিতুল হকের আদালতে পুলিশের দায়ের করা ছিনতাই ও চাঁদাবাজির মামলায় অভিযোগ গঠন করা হয় বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের পিপি রাশিদা সাইদা খানম।

এসময় মামলায় অভিযুক্ত আট আসামীকে আদালতে হাজির করা হয়। এর আগে ২০২১ সালের ১৭ জানুয়ারী ধর্ষন মামলার অভিযোগ গঠন করা হয়। কিন্তু হাইকোর্ট আলোচিত এ ঘটনায় দায়েরকৃত দুটি মামলা একই আদালতে বিচার করার জন্য আদেশ দিলে এতদিন ধর্ষন মামলার সাক্ষ্যগ্রহণ করা হয়নি।

পিপি রাশিদা জানান, এখন দুই মামলারই একসাথে সাক্ষ্যগ্রহন শুরু হবে। তবে সাক্ষ্যগ্রহণ কবে শুরু হবে এবিষয়ে তাৎক্ষনিক আদেশ দেননি বিচারক।

২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে টিলাগড় এলাকার এমসি কলেজে স্বামীর সাথে বেড়াতে আসা ওই গৃহবধূকে ক্যাম্পাস থেকে তুলে ছাত্রাবাসে নিয়ে ধর্ষণ করেন কয়েকজন ছাত্রলীগ কর্মী।

এ ঘটনায় পরদিন সকালে নির্যাতিতা গৃহবধূর স্বামী বাদী হয়ে শাহপরাণ থানায় ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে মামলা করেন।

২০২০ সালের ৩ ডিসেম্বর ৮ জনকে আসামি করে দুটি মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। আসামিরা হলেন- সিলেটের বালাগঞ্জ উপজেলার চান্দাইপাড়ার সাইফুর রহমান (২৮), হবিগঞ্জ জেলার সদর উপজেলার বাগুনীপাড়ার শাহ মো. মাহবুবুর রহমান রনি (২৫) , দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উমেদনগরের তারেকুল ইসলাম তারেক (২৮), জকিগঞ্জের আটগ্রামের অর্জুন লস্কর (২৬), দিরাই উপজেলার বড়নগদীপুরের রবিউল ইসলাম (২৫) , কানাইঘাট উপজেলার লামা দলইকান্দির মাহফুজুর রহমান মাসুম (২৫) , সিলেট নগরীর গোলাপবাগ আবাসিক এলাকার আইনুদ্দিন ওরফে আইনুল (২৬) ও বিয়ানীবাজার উপজেলার নটেশ্বর গ্রামের মিজবাউল ইসলাম রাজনকে (২৭)।

গ্রেফতারকৃত এই ৮ আসামির সকলেই আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দী দেন।

বহুল আলোচিত এ মামলায় ৫১ জনকে সাক্ষী রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain