অনুসন্ধান নিউজ :: সিলেট বৌদ্ধ সমিতি আয়োজিত শুভ বুদ্ধ পূর্ণিমা ২০২২, ২৫৬৬ বুদ্ধবর্ষ উদযাপন উপলক্ষে দুইদিনের অনুষ্ঠান মালার প্রথম দিন ১৪ মে শনিবার বিকাল ৪ ঘটিকায় সিলেট মহানগরীতে এক বর্ণাঢ্য “শান্তি শোভাযাত্রা” অনুষ্ঠিত হয়।
শান্তি শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর এপিপি, এম এ হান্নান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিলেট প্রেস ক্লাব, আব্দুর রশিদ রেনু, সাধারণ সম্পাদক, সিলেট প্রেস ক্লাব, সিলেট বৌদ্ধ বিহারে অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ থেরো, সিলেটের সর্বস্তরের নেতৃবৃন্দ, বৌদ্ধ সাধারণ সহ সিলেট বৌদ্ধ সমিতির সকল নেতৃবৃন্দ।
আজ ১৪ মে শনিবার বিকাল ৪ ঘটিকায় শান্তি সিলেট মহানগরীর ক্বীন ব্রীজস্থ আমজাদ আলীর ঘড়ির সামনে থেকে শুরু করে কোর্ট পয়েন্ট,সাবেক মেয়র কামরান চত্তর, সিলেট সিটি কর্পোরেশন, জিন্দবাজার হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
শান্তি শোভাযাত্রা শেষ এক সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, বুদ্ধের অহিংস নীতিই পারে সমাজ, দেশ ও জাতিতে শান্তি সমৃদ্ধি বয়ে আনতে।
পরে, বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের আহবায়ক লিটন বড়ুয়া, যুগ্ম আহবায়ক অংশু মারমা ও সচিব সেবু বড়ুয়া সবাইকে ধন্যবাদ জানান।
এবং ১৫ মে রবিবার দিনব্যাপি অনুষ্ঠানমালায় সিলেট বৌদ্ধ বিহারে যথাসময়ে উপস্থিত থাকার বিনীত অনুরোধ জানান।