অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দেশের বিশাল জনগোষ্ঠী হচ্ছে শ্রমিক। তাদের ঘামে রাষ্ট্রের ভীত মজবুত হলেও, দেশ ও সমাজে তারাই সবচেয়ে বেশী অবহেলিত। এর কারণ একটাই সমাজ ইনসাফ প্রতিষ্ঠিত নয়। আর ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হলে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হবে। এতে শ্রমিক সমাজও তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। পবিত্র মাহে রমজান ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য প্রশিক্ষণের মাস। এ থেকে শিক্ষা নিয়ে সমাজে ধনী-গরীবের সামাজিক বৈষম্য দূরীকরণ ও সমাজে ভ্রাতৃত্ববোধ সৃষ্টিতে কাজ করতে হবে। তাহলে কাঙ্খিত লক্ষ্যে পৌছানো সম্ভব।
তিনি শনিবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আয়োজিত ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে, মহানগর সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল্লাহ ও সহ সাধারন সম্পাদক কফিলউদ্দিন আলমগীর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফেডারেশনের মহানগর কোষাধ্যক্ষ আবদুল জলিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল বাছেত মিলন, অফিস সম্পাদক দিলশাদ মিয়া, সহ-ট্রেড সম্পাদক মুহিবুর রহমান শামীম, থানা সভাপতিদের মধ্যে থেকে গোলাফুর রহমান, নজরুল ইসলাম, আবদুল মুবিন, বেলাল আহমদ, শাহ মিজানুর রহমান, থানা সেক্রেটারীদের মধ্যে থেকে আবদুর সাত্তার মুন্না, রাশেদ আহমদ প্রমূখ।