অনুসন্ধান নিউজ:: বন্যার্তদের মাঝে খাবার ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে ‘হাসানাহ এইড’। গতকাল ২৪ মে (মঙ্গলবার) সিলেট নগরীর উপশহরে বন্যার্তদের মাঝে ‘হাসানাহ এইড’র চেয়ারম্যান প্রিন্সিপাল শায়খ শাব্বীর আহমদ এর ব্যবস্থাপনায় রান্নাকরা খাদ্য ও বিশুদ্ধ খাবার পানি বিতরন করা হয়। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মাদরাসাতুল হাসানাইন সিলেট’র সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দীন, মাদরাসাতুল হাসানাইন সিলেট’র নির্বাহী পরিচালক মাওলানা মাশহুদ আহমদ, শায়খুল হাদীস মাওলানা কামালুদ্দীন, মাদরাসার শিক্ষক, মাওনা মাশকুর আহমদ,মাওলানা ফাহিম আহমদ, মাওলানা জসিম উদ্দীন, সমাজ সেবক রফিকুল ইসলাম, সুহায়েব আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি।